আসানসোল, 9 এপ্রিল : চিত্তরঞ্জনের কাছে এক যুবককে বেধড়ক মারধর করা হল। পরে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। যদিও গুলি লক্ষ্যভ্রষ্ট হয়েছে। মতিলাল যাদব নামে ওই যুবককে চিত্তররঞ্জনের রেল হাসপাতালে ভরতি করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
চিত্তরঞ্জনে যুবককে বেধড়ক মার, চলল গুলিও - salanpur
আসানসোলের চিত্তরঞ্জনে এক যুবককে মারধর। পরে তাকে লক্ষ্য করে গুলি চলে বলে অভিযোগ। মতিলাল যাদব নামে ওই যুবক হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, গতকাল রাতে সালানপুরের জোড়বাড়ি এলাকার বাসিন্দা মতিলাল চিত্তরঞ্জনে কাজে গেছিল। সেখানে দুষ্কৃতীরা তাকে ঘিরে ধরে। অভিযোগ, এরপর বাঁশ, রড দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। চলে কয়েক রাউন্ড গুলিও। গুরুতর জখম হয় মতিলাল। সেই অবস্থায় দীর্ঘক্ষণ রাস্তার ধারে পড়েছিল সে। এরপর তার বন্ধুরা খবর পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করে। পরে আসানসোল জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
কেন এই ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ওই যুবক কথা বলার মতো অবস্থায় নেই। একটু সুস্থ হলেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে এই ঘটনায় কোনও রাজনৈতিক কারণ নেই। ব্যক্তিগত শত্রুতার জেরেই এই আক্রমণ।