কুলটি, 20 জুন : কুলটি থানার অন্তর্গত রামনগর থেকে কুলটিগামী রাস্তার পাথর খাদের সামনে সেতু থেকে সাইকেল নিয়ে খালে পড়ে গেলেন এক ব্যক্তি ৷ জানা গিয়েছে, কাজ থেকে বাড়ি ফিরছিলেন তিনি । সাইকেল উদ্ধার হলেও তাঁর কোনও খোঁজ নেই এখনও ।
জানা গিয়েছে, নিখোঁজ ব্যাক্তির নাম মনোজ কুমার দাস(56) । তিনি রামনগর খনিতে অস্থায়ী নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন । শুক্রবার কাজে গিয়েছিলেন মনোজবাবু । অনুমান করা হচ্ছে একটি খালের সেতু পারাপার করার সময় প্রচন্ড বৃষ্টিতে কোনওভাবে তিনি খালে পড়ে যান । শনিবার তার সাইকেলটি উদ্ধার হয়। কিন্তু এখনও খোঁজ মেলেনি মনোজবাবুর ।