আসানসোল, 17 জুন : গত তিনদিনের টানা বৃষ্টিতে ভেঙ্গে পড়ল বাড়ি । টালির ছাউনি দেওয়া ওই বাড়িটি বুধবার সকালে ভেঙে পড়ায় চাপা পড়ে 30টি গবাদি পশু । ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার অন্তর্গত নুনিয়া নদীর ধারে গোপালনগর বাইপাস এলাকার খাটালে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখে ৷
বাড়ির মালিক রামেশ্বর যাদব দুধ ও গবাদিপশুর ব্যবসা করেন । তার বাড়িতে ছিল 30টি গবাদি পশু । রামেশ্বর যাদব জানিয়েছেন, সকালে হঠাৎই চড়চড় করে শব্দ উঠতে থাকে বাড়ির দেওয়ালে । আমরা সবাই দৌড়ে ঘর থেকে বের হই । কিন্তু চাপা পড়ে যায় আমার 30টি গবাদিপশু। কোনওমতে দেওয়াল সরিয়ে তাদের উদ্ধার করা হয় । বেশ কয়েকটি গবাদিপশু গুরুতর চোট পেয়েছে । তাদেরকে অন্যত্র সরানো হয়েছে ।