পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Durgapur Girl Sets Record: দুর্গাপুরের ছাত্রীর লেখা বই এখন বিশ্ববাজারে, মিলেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের স্বীকৃতি - India Book of Records

জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে পাঁচটি বই লিখে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে (India Book of Records) নাম তুললেন দুর্গাপুরের দ্বাদশ শ্রেণির ছাত্রী স্বস্তিকা ঘাঁটি (Durgapur Girl Sets Record)।

Durgapur Girl Sets Record
ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম দুর্গাপুরের ছাত্রীর

By

Published : Oct 15, 2022, 1:50 PM IST

দুর্গাপুর, ১৫ অক্টোবর: পড়া থেকে লেখার ইচ্ছা । আর এই ইচ্ছার জোরেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে (India Book of Records) জায়গা করে নিল দুর্গাপুরের ছাত্রী স্বস্তিকা ঘাঁটি। জাতীয় স্তরে প্রকাশ হল তার লেখা 5টি বই । দুর্গাপুরের ইস্পাত নগরীর হর্ষবর্ধন অ্যাভিনিউ-এর স্বস্তিকা ঘাঁটি ।

স্বস্তিকা দুর্গাপুরের একটি ইংরেজি মাধ্যম স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী । ছোট থেকে গান ও আঁকার প্রতি আলাদা ইচ্ছা ছিল তাঁর । বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের বই পড়তে ভালোবাসতেন স্বস্তিকা । তা থেকেই মনের মধ্যে জন্ম নেয় লেখার অদম্য ইচ্ছাটা । মানুষের জীবনযাত্রার বিভিন্ন কাহিনি দিয়েই শুরু হয় হাতেখড়ি । তার কয়েক মাসের মধ্যে দেশ ও বিদেশের বিভিন্ন বিষয় নিয়ে 5টি বই লিখেও ফেলেন স্বস্তিকা ।

ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম দুর্গাপুরের ছাত্রীর

আরও পড়ুন:ব্যাগ তৈরি করে অভাবনীয় সাফল্য, খুদের নাম উঠল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে

করোনা পরিস্থিতিতে যখন দেশে টালমাটাল অবস্থা সেই সময় দাঁড়িয়ে লেখালেখি শুরু হয় । সেই 5টি লেখা বই পাঠান ইন্ডিয়া বুক ও রেকর্ডে (India Book of Records) । তাঁর কিছুদিনের মধ্যেই তাঁর লেখা বইগুলি প্রকাশ হবে বলেও জানানো হয় । পাঠানো হয় বেশ কিছু স্বীকৃতি । সেই বইগুলি দুটি আন্তর্জাতিক এবং বেশ কয়েকটি দেশীয় সংস্থার মাধ্যমে বিক্রি শুরু হয় ।

স্বস্তিকার এই সাফল্যে খুশি তাঁর বাবা ও মা ৷ স্বস্তিকার মা বিউটি ঘাঁটি জানান, ছোটবেলা থেকেই ওর সাহিত্যে খুব ঝোঁক ৷ মেয়ে আমাদের মুখ উজ্জ্বল করছে ৷ স্বস্তিকার বাবা সমিত কুমার ঘাঁটি জানান, এই সাফল্য একান্তই ওর ৷ এতটা আশা করিনি ৷ ভবিষ্যতে যা করবে ওর পাশে আছি ৷

ABOUT THE AUTHOR

...view details