পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তিনদিন ধরে নিখোঁজ, মহিলার পচাগলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার - durgapur

দুর্গাপুরের কোকওভেনের রাতুরিড়া এলাকা থেকে মহিলার উদ্ধার হল পচাগলা ঝুলন্ত দেহ । মৃতের নাম লেবু ঢালি (৫৫) । 8 তারিখ বিকেলে থেকে নিখোঁজ ছিলেন তিনি ।

ফাইল ফোটো

By

Published : May 11, 2019, 3:51 PM IST

Updated : May 11, 2019, 4:02 PM IST

কোকওভেন, 11 মে : তিন দিন নিখোঁজ থাকার পর উদ্ধার হল এক মহিলার পচাগলা ঝুলন্ত মৃতদেহ । দুর্গাপুরের কোকওভেনের রাতুরিড়া এলাকার ঘটনা । খবর পেয়ে ঘটনাস্থানে যায় কোকওভেন থানার পুলিশ । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ।

তিনদিন ধরে নিখোঁজ ছিলেন আশিসনগরের বাসিন্দা লেবু ঢালি (৫৫) । 8 তারিখ বিকেলে তিনি হাঁটতে বেরোন । এরপর আর বাড়ি ফেরেননি । ঘটনার পরদিন কোকওভেন থানায় নিখোঁজ ডায়েরি করেন তাঁর পরিবারের সদস্যরা ।

আজ সকালে রাতুরিড়ায় একটি পুকুরের পাশে গাছে তাঁর ঝুলন্ত মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা । তাঁরাই পুলিশে খবর দেন ।

Last Updated : May 11, 2019, 4:02 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details