দুর্গাপুর, 28 সেপ্টেম্বর: মাত্র 50 টাকা ব্যয়ে কাগজের দুর্গা বানিয়ে তাক লাগিয়ে দিল নবম শ্রেণির ছাত্র । মধ্যবিত্ত পরিবারের ছেলে দীর্ঘদিনের ইচ্ছে বিভিন্ন রকমের ঠাকুর বানানোর । সেই ইচ্ছাই পূরণ করেছে সে ৷ মাটির ঠাকুর বানাতেও পারদর্শী দুর্গাপুরের (Durgapur) 33 নম্বর ওয়ার্ডের ফরিদপুরের বাসিন্দা রূপম মুখোপাধ্যায় (Ninth class student made Durga idol) ।
মাটির ঠাকুর বিসর্জন হয়ে যায় ৷ তাই এবার দেবী দুর্গাকে আলাদা রূপ দেওয়ার ভাবনা নিয়েছিল রূপম । সেই অনুযায়ী কাগজের মধ্যে দেবী দুর্গা, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, মহিষাসুর, সিংহ তৈরি করেছে সে । 10 দিন সময় লেগেছিল তার এগুলো তৈরি করতে । মাত্র 50 টাকা খরচে সব তৈরি করেছে সে । বয়সে ছোট হলেও রূপম হাতের কাজে হার মানাচ্ছে বড়দের ৷
অভিনব ভাবনায় এই কিশোরের দক্ষতাকে কুর্নিশ জানাচ্ছে দুর্গাপুরের মানুষ । ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার চিন্তাভাবনা রয়েছে রূপমের । আরও বৃহৎ মাপের দুর্গা প্রতিমা বানানোর পরিকল্পনা রয়েছে তার ।
রূপম বলে, "আমার ছোটবেলা থেকেই ঠাকুর বানাতে ভালো লাগে ৷ আগে মাটির ঠাকুর বানাতাম ৷ কিন্তু মাটির ঠাকুর বিসর্জন করে দেওয়া হয় ৷ ওই জন্য আমি ভাবলাম নতুনত্বভাবে কিছু বানাই ৷ কাগজ দিয়ে কাঠবোর্ডে লাগিয়ে তারপর দুর্গা মূর্তিটি আমি বানিয়েছি, যাতে ঘরে রাখতে পারি ৷ এটা বানাতে আমার 10দিন সময় লেগেছে ৷ এই মূর্তিটিকে পুজো করব ৷"