পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনায় হীরাপুরে অকাল প্রয়ান সিভিক ভলান্টিয়ারের

জানা গেছে, তিন দিন আগে কোরোনার রিপোর্ট পজ়িটিভ এসেছিল 30 বছর বয়সী ওই সিভিক ভলান্টিয়ারের । তাঁকে দুর্গাপুরের কোভিড হাসপাতালে ভরতি করা হয়েছিল । ভরতির পর থেকেই অবস্থার অবনতি হতে শুরু করে ওই সিভিক ভলান্টিয়ারের । গতকাল তাঁর মৃত্যু হয় ।

hirapur police station
hirapur police station

By

Published : Oct 11, 2020, 4:56 PM IST

আসানসোল, 11 অক্টোবর : কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল এক সিভিক ভলান্টিয়ারের । মাত্র 30 বছর বয়সী ওই সিভিক ভলান্টিয়ার হীরাপুর থানায় কর্মরত ছিলেন । গতকাল তাঁর মৃত্যু হয় । সিভিক ভলান্টিয়ারের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে।

জানা গেছে, তিন দিন আগে কোরোনার রিপোর্ট পজ়িটিভ এসেছিল ওই সিভিক ভলান্টিয়ারের। তাঁকে দুর্গাপুরের কোভিড হাসপাতালে ভরতি করা হয়েছিল । ভরতির পর থেকেই অবস্থার অবনতি হতে শুরু করে ওই সিভিক ভলান্টিয়ারের । গতকাল তাঁর মৃত্যু হয় । রাতে তাঁর দেহ বার্নপুরের কালাঝরিয়া শ্মশানে নিয়ে আসা হয় । সেখানেই দূর থেকে পরিবার পরিজন ও পুলিশ আধিকারিকরা তাঁকে শেষ দেখা দেখতে পায় । এরপরেই সরকারি নিয়ম মতো তাঁর সৎকার করা হয় ।

এদিকে পশ্চিম বর্ধমান জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা আট হাজার অতিক্রম করেছে । এখনও পর্যন্ত 8,032 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন । এরমধ্যে 7,116 জন কোভিড আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন । বর্তমানে সক্রিয় সংখ্যা 835 জন । মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত 80 জনের । যেভাবে কোরোনা ছড়িয়ে পড়ছে তাতে দুর্গাপুজোয় আরও কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে । মানুষ সচেতন না হলে আরও বাড়বে কোরানা সংক্রমণ ।

ABOUT THE AUTHOR

...view details