পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নির্বাচনে হিংসা ছড়ানোর অভিযোগে বর্ধমানে গ্রেফতার বিজেপি নেতা - বর্ধমানে বিজেপি নেতা গ্রেফতার

একাধিক তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর এবং হিংসা ছড়ানোর ঘটনায় গ্রেফতার এক বিজেপি নেতা ৷ যদিও বিজেপি নেতাদের দাবি, বিনা কারণে তাকে গ্রেফতার করা হয়েছে ৷

নির্বাচনে হিংসা ছড়ানোর অভিযোগে বর্ধমানে গ্রেফতার বিজেপি নেতা
নির্বাচনে হিংসা ছড়ানোর অভিযোগে বর্ধমানে গ্রেফতার বিজেপি নেতা

By

Published : Jun 18, 2021, 6:25 PM IST

বর্ধমান, 18 জুন : একুশের বিধানসভা নির্বাচনের সময় একাধিক স্থানে হিংসা ছড়িয়েছিল ৷ হিংসা ছড়ানোর ঘটনায় নাম ওঠে খোকন সেন নামে এক বিজেপি নেতার ৷ গতরাতে বর্ধমানের ইছলাবাদ থেকে খোকনকে গ্রেফতার করে পুলিশ ৷ যদিও বিজেপির দাবি, বিনা কারণে খোকনকে গ্রেফতার করা হয়েছে ৷

আরও পড়ুন : শুভেন্দুর দলত্যাগ বিরোধী আইনের হুঁশিয়ারি কতটা বাস্তব ?

স্থানীয় সূত্রে জানা গেছে, 2016 সালের বিধানসভা নির্বাচনের পরে সিপিএম ছেড়ে খোকন বিজেপিতে যোগ দিয়েছিল ৷ খোকনের ভাল নাম বিশ্বজিৎ সেন ৷ 2019 সালের লোকসভা ভোটের পর বিজেপির টাউন কো-কনভেনর হিসেবে নিযুক্ত হয় খোকন ৷ একুশের বিধানসভা নির্বাচনের সময় তৃণমূলের একাধিক দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে ৷ খোকন একাধিক স্থানে হিংসা ছড়ায় বলেও অভিযোগ তোলে স্থানীয় তৃণমূল ৷

নির্বাচনে হিংসা ছড়ানোর অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা, দেখুন ভিডিয়ো...

গ্রেফতারের বিষয়ে জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুনীল গুপ্তা বলেন, "পুলিশ শাসক দলের হয়ে কাজ করছে ৷ নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই আমাদের হাজার হাজার কর্মী ঘরছাড়া ৷ অনেকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে ৷ খোকনকে মিথ্যে মামলায় জড়ানো হয়েছে ৷" এছাড়া পূর্ব বর্ধমান জেলার প্রাক্তন বিজেপির সভাপতি সন্দীপ নন্দী বলেন, "ভোট পরবর্তী হিংসা আজও কমেনি ৷ রাজ্যের বিভিন্ন জায়গায় আমাদের দলের কর্মীদের মিথ্যে মামলায় জড়িয়ে গ্রেফতার করা হচ্ছে ৷ এখানেও একই ঘটনা ঘটল ৷ আমাদের আদালতের উপর ভরসা রয়েছে ৷"

ABOUT THE AUTHOR

...view details