পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Recovered Firearms : রায়নায় আগ্নেয়াস্ত্র-সহ ব্যাগ উদ্ধার, ব্যবসায়ী খুনে যোগ ? - রায়না

শুক্রবার ব্যবসায়ী খুনের পর রায়না থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র-সহ ব্যাগ ৷ তবে কি ব্যবসায়ী খুনের পিছনে কোনওভাবেই এই উদ্ধার হওয়া অস্ত্রের যোগ রয়েছে ?

raina
raina

By

Published : Oct 26, 2021, 1:26 PM IST

রায়না, 26 অক্টোবর : পূর্ব বর্ধমানের রায়নার উচিতপুরে একটা সেচখালের ধারে আগ্নেয়াস্ত্র-সহ একটি ব্যাগ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায় ৷ খবর পেয়ে রায়না থানার পুলিশ গিয়ে ব্যাগটা উদ্ধার করে । সেই ব্যাগ থেকে পাওয়া গিয়েছে দুটি আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড গুলি ও নতুন প্যাকেটে মোড়া একটি ভোজালি ।

নিজের ধানের জমি দেখে ফিরছিলেন রায়নার উচিতপুর গ্রামের বাসিন্দা বিজন ঢালি ৷ ফেরার সময় জমি সংলগ্ন সেচখালের ধারে একটা বড় কালো ব্যাগ পড়ে থাকতে দেখেন । চেন খোলা থাকায় তিনি দেখতে পান একটা প্যান্ট ব্যাগের মধ্যে ভরা আছে । সেই প্যান্টের পকেটের মধ্যেই রয়েছে একটা পিস্তল ৷ এরপর তড়িঘড়ি গ্রামে ফিরে গোটা বিষয়টি স্থানীয় পঞ্চায়েত সদস্যকে জানান বিজনবাবু । এরপর রায়না থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে ব্যাগটা উদ্ধার করে ।

আরও পড়ুন :Rayna Businessman Murder : রায়নার বাড়িতে বেড়াতে এসে খুন হাওড়ার ব্যবসায়ী

প্রসঙ্গত, গত শুক্রবার বন্ধু রাজবীর সিং, ড্রাইভার ও রাঁধুনিকে নিয়ে রায়নার দারিয়াপুরের গ্রামের বাড়িতে আসেন কলকাতার বড়বাজারের ব্যবসায়ী বর্তমানে হাওড়ার শিবপুরের বাসিন্দা সব্যসাচী মণ্ডল । ওইদিন রাতেই ছাদে খাওয়াদাওয়া করার সময় কেউ বা কারা সব্যসাচীবাবুকে নিচে ডেকে পাঠালে তাঁর গাড়ির ড্রাইভার-সহ তিনি নিচে নেমে আসেন । এরপরেই সব্যসাচী মণ্ডলকে গুলি করে ও ধারালো অস্ত্রের কোপ মারে চারজন দুষ্কৃতী ৷ ঘটনার পর তড়িঘড়ি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সব্যসাচীবাবুকে মৃত বলে ঘোষণা করেন ।

রায়নায় জমি থেকে আগ্নেয়াস্ত্র-সহ ব্যাগ উদ্ধার

সোমবারের এই আগ্নেয়াস্ত্র-সহ ব্যাগ উদ্ধারের ঘটনার সঙ্গে কোথাও কলকাতার ব্যবসায়ী খুনের ঘটনার কোনও যোগ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ । যদিও এই বিষয়ে আর কিছু বলতে চাননি পুলিশ আধিকারিক ৷

আরও পড়ুন :Viral Infection : বর্ধমান মেডিক্যালে এক মাসে মৃত্যু 9 শিশুর, ভর্তি 1200 ; কোভিড নয় বলে দাবি চিকিৎসকদের

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details