পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Durgapur : দুর্গাপুরে যাত্রীবোঝাই বাস থেকে উদ্ধার 800টি টিয়াপাখি - durgapur

পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে যাত্রীবাহী বাস থেকে 800টি টিয়াপাখি উদ্ধার করল দুর্গাপুর বন বিভাগ এবং ওয়াইল্ড লাইভ ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা ৷ ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ পলাতক 1 ৷

Durgapur
দুর্গাপুরে যাত্রীবোঝাই বাস থেকে উদ্ধার 800টি টিয়াপাখি

By

Published : Aug 26, 2021, 10:34 PM IST

দুর্গাপুর, 26 অগস্ট : যাত্রীবাহী বাসে করে টিয়াপাখি পাচার করা হচ্ছিল আজ ৷ গোপন সূত্রে খবর পেয়ে, দুর্গাপুর বন বিভাগ এবং ওয়াইল্ড লাইভ ক্রাইম ব্রাঞ্চ যৌথভাবে অভিযান চালিয়ে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ডুবুরডিহি চেকপোস্ট থেকে একটি বাসের ভেতর থেকে প্রায় 800 টির বেশি টিয়া পাখি উদ্ধার করা হয় ৷ ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ । জানা গিয়েছে, বেনারস থেকে ওই বাসটি কলকাতার দিকে যাচ্ছিল। সেই সময় গোপন সূত্রে খবর পাওয়া মাত্রই অভিযান চালায় ওয়াইল্ড লাইফ ক্রাইম ব্রাঞ্চ এবং দুর্গাপুর বন দফতর ।

পাচারকারীরা জানিয়েছে, এই পাখিগুলি বর্ধমানে নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হলেও, একজন পলাতক। দু'জন পাখি কারবারি এবং দুজন বাসের কর্মীকে গ্রেফতার করা হয়েছে । এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা তদন্ত চালাচ্ছে দুর্গাপুর বনদফতর এবং ওয়াইল্ডলাইফ ক্রাইম ব্রাঞ্চ । অভিযুক্তদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে ।

দুর্গাপুরে যাত্রীবোঝাই বাস থেকে উদ্ধার 800টি টিয়াপাখি

আরও পড়ুন: কুলটিতে রেলকর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার

উল্লেখ্য, এর আগেও বহুবার ভিনরাজ্য থেকে বাসে এইভাবে প্রচুর সংখ্যক টিয়াপাখি ধরা পড়েছিল এরাজ্যে । পূর্ব বর্ধমানের কোনও একটি চক্র এই কাজে জড়িত ৷ এই ধরনের ঘটনার কথা বারবার জানা গেলেও আজ পর্যন্ত কেন অপরাধীরা ধরা পড়েনি ? সেই বিষয়ে এবার প্রশ্ন উঠতে শুরু হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details