পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুর্গাপুরে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার 8 দুষ্কৃতী - Durgapur arrest

দুর্গাপুরের DTPS এলাকার ওয়ারিয়া কালী মন্দির সংলগ্ন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার 8 দুষ্কৃতী।

8 person arrested with arms in Durgapur
8 person arrested with arms in Durgapur

By

Published : Jun 20, 2020, 4:27 PM IST

দুর্গাপুর ,20 জুন : আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার 8 দুষ্কৃতী। দুর্গাপুর এলাকার ঘটনা। ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ছাড়াও একটি গড়ি, চারটি মোবাইল ফোনও উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের সাতদিনের পুলিশ হেপাজতের আবেদন জানিয়ে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।

বেশ কিছুদিন ধরে আসানসোল-দুর্গাপুর মহকুমায় মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটছিল। দুর্গাপুর থানার অন্তর্গত DTPS ফাঁড়ির অফিসার ইনচার্জ প্রসেনজিৎ রায় ও দুর্গাপুর থানার পুলিশ আধিকারিকেরা শুক্রবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায়। DTPS এলাকার ওয়ারিয়া কালী মন্দির সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানেই অস্ত্র সহ 8জন দুষ্কৃতীকে আটক করে পুলিশ। ধৃতদের মধ্যে তিনজনের বাড়ি কুলটি থানা এলাকার নিয়ামতপুরে এবং বাকি 5 জনের বাড়ি দুর্গাপুর থানা এলাকায়। ধৃতদের কাছ থেকে একটি দেশি পাইপগান, এক রাউন্ড কার্তুজ একটি গাড়ি ও চারটি মোবাইল উদ্ধার হয়।

পুলিশ সূত্রের খবর, ধৃতদের জেরায় জানা গিয়েছে এখনও পর্যন্ত তারা 40টি মোবাইল ছিনতাই করেছে। চুরি করা মোবাইলগুলো যাকে দিয়েছে তার খোঁজে তল্লাশি চালাচ্ছে দুর্গাপুর থানার পুলিশ।

ABOUT THE AUTHOR

...view details