দুর্গাপুর, 27 ফেব্রুয়ারি : গরম পড়তেই ডায়েরিয়ার প্রকোপ দুর্গাপুর পৌরনিগমের 2 নং ওয়ার্ডে ৷ ডায়েরিয়ায় আক্রান্ত হলেন দুর্গাপুর পৌরনিগমের 70 জন বাসিন্দা । তাঁদের মধ্যে 2 জন সরকারি হাসপাতালে ভর্তি থাকলেও, বাকিরা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন । যদিও দুর্গাপুর পৌরনিগমের পক্ষ থেকে আজ ওই ওয়ার্ডে মেডিকেল টিম পাঠানো হয় ৷ তবে, মেডিকেল টিমের তরফে দাবি করা হয়েছে মোট 22 জন ডায়েরিয়ায় আক্রান্ত হয়েছেন ।
দুর্গাপুর পৌরনিগমের 2 নম্বর ওয়ার্ডের শোভাপুর, মহুয়াবাগান এলাকায় ডায়েরিয়ার প্রকোপ । 70 জনের মতো ডায়েরিয়ায় আক্রান্ত হয়েছেন বলে স্থানীয়দের দাবি ৷ তাঁদের মধ্যে অনেকেই বেসরকারি হাসপাতালে ভর্তি থাকলেও, 2 জন দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে । আজ ওই এলাকায় দুর্গাপুর পৌরনিগম ও মহকুমা হাসপাতালের পক্ষ থেকে মেডিকেল টিম পাঠানো হয় । ওই ওয়ার্ডের কাউন্সিলর মহম্মদ নিজামুদ্দিন জানান, এই এলাকার বাসিন্দারা কুয়োর জল পান করে । এই কুয়োর জল পান করেই ডায়েরিয়ার প্রকোপ বলে মনে করা হচ্ছে । মেডিকেল টিম সেখানে গিয়েছে । অনেকেই বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন । পৌর প্রশাসন পরিস্থিতির দিকে নজর রাখছে বলে জানান তিনি ।
দুর্গাপুরে ডায়েরিয়ায় আক্রান্ত 70 - দুর্গাপুর পৌরনিগম
দুর্গাপুর পৌরনিগমের 2 নম্বর ওয়ার্ডের শোভাপুর, মহুয়াবাগান এলাকায় ডায়রিয়ার প্রকোপ । প্রায় 70 জনের মতো ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন বলে স্থানীয়দের দাবি ৷ তাঁদের মধ্যে অনেকেই বেসরকারি হাসপাতালে ভর্তি থাকলেও 2 জন দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে । তবে, পৌরনিগমের মেডিক্যাল টিমের দাবি, 22 জনের মতো ডায়রিয়ার শিকার হয়েছেন ৷
ডায়েরিয়ায় আক্রান্ত দুর্গাপুর পৌরনিগমের 70 জন বাসিন্দা
আরও পড়ুন : দুর্গাপুরে আন্দোলনে বেসরকারি হাসপাতালের অস্থায়ী কর্মীরা, হয়রানি রোগীর আত্মীয়দের
অন্যদিকে দুর্গাপুর নগর নিগমের মেডিকেল অফিসার ডাঃ দেবব্রত সাহানা জানান, ‘‘আজ শুনলাম যে কয়েকজন আক্রান্ত। সংখ্যাটা 22 জনের মতো হবে। দু’জন ভর্তি সরকারি হাসপাতালে । জলের পরীক্ষা করা হবে । সকাল থেকেই 2 নম্বর ওয়ার্ডের শোভাপুর, বিজড়া, মহুয়াবাগান এলাকার বাসিন্দারা অনেকেই স্বাস্থ্যপরীক্ষা শিবিরে এসেছিলেন।’’