আসানসোল, 20 জুন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সবুজ সাথী । আর সেই সবুজ সাথীর সাইকেল কার্যত স্কুলের গাফিলতিতে জলে গেল । আসানসোলের সালানপুর আছড়া যজ্ঞেশ্বর ইনস্টিটিউটেগত খোলা আকাশের তলায় ভিজছে সবুজ সাথী প্রকল্পের 600টিরও বেশি সাইকেল । অনুমান করা হচ্ছে যেভাবে বৃষ্টিতে ভিজছে তাতে সাইকেলের যন্ত্রাংশ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ।
স্কুলের গেটে তালা দেওয়া, উঁকি দিতেই চমকে ওঠার যোগাড় । শয়ে শয়ে সাইকেল দাঁড় করানো রয়েছে খোলা আকাশের নিচে । আর সেখানেই সাইকেলগুলো ভিজছে । খোলা আকাশের নিচে নষ্ট হওয়ার যোগাড় সবুজ সাথী প্রকল্পের সাইকেলগুলো ।