পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুর্গাপুরে তৃণমূল-BJP সংঘর্ষ, জখম 6 - tmc bjp clash

ভীম ও তাঁর পরিবার কাউন্সিলরের নামে এলাকায় দাদাগিরি চালাত । গতকাল রাতে BJP প্রার্থীর হয়ে বুথে বসার 'অপরাধে' ভীম ওই বস্তির সুনীল রামকে হুমকি দেয় । ফলে স্থানীয় যুবকদের সঙ্গে ভীমের বচসা শুরু হয় ।

জখম 6

By

Published : Jun 6, 2019, 5:29 PM IST

Updated : Jun 6, 2019, 5:36 PM IST

দুর্গাপুর, 6 জুন : সামান্য বচসা থেকে রাজনৈতিক সংঘর্ষ । যার জেরে আহত হলেন 6 জন । তাঁদের মধ্যে রয়েছেন একজন প্রৌঢ়াও ।

ঘটনাটি দুর্গাপুরের । 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাজীব ঘোষের গাড়ির চালক ভীম মুখিয়া । স্থানীয়দের অভিযোগ, ভীম ও তাঁর পরিবার কাউন্সিলরের নামে এলাকায় দাদাগিরি চালাত বহুদিন । BJP প্রার্থীর হয়ে বুথে বসার 'অপরাধে' গতকাল রাতে ভীম এলাকার বাসিন্দা সুনীল রামকে হুমকি দেয় । তখনই স্থানীয় যুবকদের সঙ্গে ভীমের বচসা শুরু হয় । তার পরই সংঘর্ষ । ঘটনায় জখম হন সুনীল রাম, তাঁর মা ও এক সহযোগী ।

তৃণমূল নেতৃত্বের অভিযোগ, স্থানীয় BJP কর্মী সমর্থকরা ভীম, তার বাবা ও কাকার ছেলের মাথা ফাটিয়ে দেয় । রাতে তৃণমূল কাউন্সিলর রাজীব ঘোষ ঘটনাস্থানে আসে ।

ভিডিয়োয় শুনুুন বক্তব্য

এ বিষয়ে রাজীব ঘোষ বলেন, "এটা কোনও রাজনৈতিক ঘটনা নয় । আমি চাই যাতে এলাকায় শান্তি বজায় থাকে ।"

Last Updated : Jun 6, 2019, 5:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details