আসানসোল, 18 ফেব্রুয়ারি: শিবচর্চা করতে গিয়ে কম্বল বিতরণকাণ্ডে পদপিষ্ট হয়ে 3 জনের মৃত্যুর ঘটনায় গ্রেফতার হয়েছিলেন আসানসোলের 6 যুবক (6 accused get bail in Asansol stamped case) । আবার শিবরাত্রির দিনই তাঁদের জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। টানা দু’মাস পর বাড়ি ফিরল 6 যুবক । স্বভাবতই খুশির হাওয়া । শনিবার সংশোধনাগারের বাইরে মালা পরিয়ে তাঁদের সংবর্ধিত করেন বিজেপির নেতা কর্মীরা । বিজেপি নেত্রী চৈতালি তেওয়ারি টুইট করে লেখেন "শিবরাত্রির পূণ্যলগ্নে আমার ছেলেরা আসানসোল স্পেশাল জেল থেকে মুক্তি পেল ।"
দিনটা ছিল 13 ডিসেম্বর, 2022 । আসানসোল পৌরনিগমের 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৈতালি তেওয়ারি তাঁর নিজের ওয়ার্ডের রামকৃষ্ণ ডাঙ্গাল এলাকায় একটি শিবচর্চা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন । সেই অনুষ্ঠান উপলক্ষে দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণের আয়োজন করছিলেন ৷ অনুষ্ঠানের শুরুতে উপস্থিত হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি দু-একটি কম্বল প্রতিকীভাবে বিতরণ করে বেরিয়ে যাওয়ার পরেই বিশৃঙ্খলা সৃষ্টি হয় অনুষ্ঠানে । আগে কে কম্বল নেবে, তা নিয়ে হুড়োহুড়ি পড়ে যায় ৷ এর ফলে পদপিষ্ট হন অনেকে । আহতদের আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে দুই মহিলা ও এক কিশোরীকে মৃত বলে ঘোষণা করা হয় ।