পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Asansol News: শিবচর্চায় গ্রেফতার, শিবরাত্রিতে মুক্তি ! বাড়ি ফিরলেন কম্বলকাণ্ডের অভিযুক্তরা

2022 সালের 13 ডিসেম্বর শিবচর্চা অনুষ্ঠানে ঘিরে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল (Asansol stamped case)৷ এই অনুষ্ঠানে কম্বল প্রদান করা হয় ৷ তা নিতে গিয়েই পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল 3 জনের ৷ এই ঘটনায় আসানসোল পুলিশ 6 জন গ্রেফতার করেছিল ৷ অবশেষে শিবরাত্রিতে তাঁরা জামিন পেলেন ৷

Asansol News
বাড়ি ফিরলেন কম্বলকাণ্ডের অভিযুক্তরা

By

Published : Feb 18, 2023, 9:39 PM IST

Updated : Feb 19, 2023, 10:26 AM IST

আসানসোল, 18 ফেব্রুয়ারি: শিবচর্চা করতে গিয়ে কম্বল বিতরণকাণ্ডে পদপিষ্ট হয়ে 3 জনের মৃত্যুর ঘটনায় গ্রেফতার হয়েছিলেন আসানসোলের 6 যুবক (6 accused get bail in Asansol stamped case) । আবার শিবরাত্রির দিনই তাঁদের জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। টানা দু’মাস পর বাড়ি ফিরল 6 যুবক । স্বভাবতই খুশির হাওয়া । শনিবার সংশোধনাগারের বাইরে মালা পরিয়ে তাঁদের সংবর্ধিত করেন বিজেপির নেতা কর্মীরা । বিজেপি নেত্রী চৈতালি তেওয়ারি টুইট করে লেখেন "শিবরাত্রির পূণ্যলগ্নে আমার ছেলেরা আসানসোল স্পেশাল জেল থেকে মুক্তি পেল ।"

দিনটা ছিল 13 ডিসেম্বর, 2022 । আসানসোল পৌরনিগমের 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৈতালি তেওয়ারি তাঁর নিজের ওয়ার্ডের রামকৃষ্ণ ডাঙ্গাল এলাকায় একটি শিবচর্চা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন । সেই অনুষ্ঠান উপলক্ষে দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণের আয়োজন করছিলেন ৷ অনুষ্ঠানের শুরুতে উপস্থিত হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি দু-একটি কম্বল প্রতিকীভাবে বিতরণ করে বেরিয়ে যাওয়ার পরেই বিশৃঙ্খলা সৃষ্টি হয় অনুষ্ঠানে । আগে কে কম্বল নেবে, তা নিয়ে হুড়োহুড়ি পড়ে যায় ৷ এর ফলে পদপিষ্ট হন অনেকে । আহতদের আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে দুই মহিলা ও এক কিশোরীকে মৃত বলে ঘোষণা করা হয় ।

দুর্ঘটনায় মৃত এক মহিলা ঝালি বাউরির ছেলে সুখেন বাউরি আসানসোল উত্তর থানায় অভিযোগ দায়ের করেন । সেই অভিযোগে জিতেন্দ্র তেওয়ারি, চৈতালি তেওয়ারি-সহ 18 জনের নাম উল্লেখ ছিল । পুলিশ তার মধ্যে 6 জনকে গ্রেফতার করেছিল । গত 16 ডিসেম্বর পুলিশ তাদের গ্রেফতার করে করে আসানসোল আদালতে তোলে । তারপর থেকে তারা পুলিশ হেফাজতে এবং জেল হেফাজতে ছিল ।

আরও পড়ুন: কয়লা পাচারের টাকায় টলিউডে সিনেমা, ইডির নজরে একাধিক অভিনেতা-অভিনেত্রী

অপরদিকে এই ঘটনায় জিতেন্দ্র তেওয়ারির স্ত্রী চৈতালি তেওয়ারি ও আরও দুই কাউন্সিলর ইন্দ্রানী আচার্য এবং অমিত তুলসিয়ানকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ । যদিও তাদের গ্রেফতার করা হয়নি । অন্যদিকে টানা প্রায় দু‘মাস ধরে জেলে বন্দি গ্রেফতার হওয়া 6 বিজেপি কর্মী । শনিবার শিবরাত্রি সন্ধ্যায় তারা আসানসোল বিশেষ সংশোধনাগার থেকে মুক্তি পেলেন । এদিন খুশির হাওয়া দেখা যায় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে।

Last Updated : Feb 19, 2023, 10:26 AM IST

ABOUT THE AUTHOR

...view details