কুলটি, 19 মে : ভিন রাজ্য থেকে বাংলায় বেআইনি কয়লা বোঝাই লরি আসা আটকাতে বাংলা-ঝাড়খণ্ড সীমানায় ডুবুরডি চেকপোস্ট চলছে নাকা তল্লাশি । যার জেরে বাংলা ঝাড়খণ্ড সীমানায় অন্ততপক্ষে 500 কয়লা বোঝাই লরি দাঁড়িয়ে আছে । ঝাড়খণ্ডের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা থেকে কয়লা নিয়ে এরাজ্যের বিভিন্ন শিল্প কারখানায় সরবরাহ করতে আসছিল লরিগুলি । তাদের কাছে সঠিক কাগজপত্র থাকলেও পুলিশ এরাজ্যে আসতে দিচ্ছে না বলে অভিযোগ লরি চালকদের । ফলে সীমানায় দাঁড়িয়ে রয়েছে সার দিয়ে লরি (Lorries Stuck at Jharkhand Border)।
লরি চালকরা জানাচ্ছেন, তারা ঝাড়খণ্ডের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত খনি থেকে বৈধ কয়লা নিয়ে এরাজ্যে বিভিন্ন ফ্যাক্টরিতে সরবরাহ করতে আসছিলেন। কিন্তু পথে বাংলা ঝাড়খন্ড সীমানায় তাদের আটকে দেওয়া হয়েছে । তাতেই সমস্যায় পড়েছেন লরি চালক থেকে খালাসি। লরি চালকদের কথায় সীমানা এলাকায় জল নেই, হোটেল নেই, শৌচাগার নেই ফলে গত পাঁচ দিন ধরে রাস্তার উপরেই দিন কাটাচ্ছেন তারা। প্রায় তিন কিলোমিটার সার দিয়ে দাঁড়িয়ে লরি ৷