দুর্গাপুর, 24 জুলাই: দুর্গাপুরের সিটি সেন্টার লাগোয়া পলাশডিহাতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। সোমবার সকাল পর্যন্ত শুধুমাত্র 32 নম্বর ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 50 জন, জানালেন জেলা স্বাস্থ্য দফতরের অতিরিক্ত স্বাস্থ্য আধিকারিক ডা: কেকা মুখোপাধ্যায়। নগর নিগম-সহ দুর্গাপুর মহকুমা হাসপাতালের আধিকারিকদের সঙ্গে সোমবার সকালে জরুরি বৈঠক হয় স্বাস্থ্য দফতরে। এলাকার মানুষকে সচেতন করতে গিয়ে ঘুম উড়েছে দুর্গাপুর নগর নিগমের। 32 নম্বর ওয়ার্ডের পলাশডিহা এলাকায় প্রথমে একজন পুরুলিয়া থেকে আসা ব্যক্তি জ্বরে আক্রান্ত হন ।
তার রক্ত পরীক্ষা করতে গিয়ে জানা যায় তিনি ডেঙ্গিতে আক্রান্ত। এরপর পলাশডিহা আদিবাসী পাড়ায় বাড়িতে বাড়িতে বহু মানুষ জ্বরে আক্রান্তের খবর মিলেছে। তাদের রক্ত পরীক্ষা করতে গিয়ে জানা যায় মোট 16 জনের ডেঙ্গি হয়েছে ৷ এরপরেই দুর্গাপুর নগর নিগমের পলাশডিহাতে অবস্থিত স্থায়ী স্বাস্থ্যকেন্দ্রে তবে আক্রান্তদের রক্তের নমুনা পরীক্ষা করানো হয়। ফের 12 জন ডেঙ্গি আক্রান্তের সন্ধান পাওয়া যায় । শুধুমাত্র এই 32 নম্বর ওয়ার্ডেই মোট 50 জনের রক্তের নমুনায় ডেঙ্গির জীবাণু মিলল। এমনটাই জানিয়েছেন দুর্গাপুর নগর নিগমের পৌর প্রশাসক বোর্ডের সদস্য রাখি তিওয়ারি ।
শনিবার ওই এলাকাবাসীর রক্তের নমুনা পরীক্ষা করে আরও 12 জনের শরীরে নতুন করে ডেঙ্গির জীবাণু মেলে। কয়েকদিন আগে প্রথমে দু'জনের শরীরে মিলেছিল ডেঙ্গির জীবাণু পরে আরও 14 জনের শরীরে মিলেছিল ডেঙ্গির জীবাণু । তাদের মধ্যে অনেকে সুস্থ হয়েছে । ফের শনিবার 12 জন ডেঙ্গি আক্রান্ত হয় নতুন করে । রবিবার আরও 22 জনের রক্তের নমুনাতে ডেঙ্গুর জীবাণু পাওয়া গিয়েছে । বেশ কয়েকজনকে ইতিমধ্যেই দুর্গাপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বেশ কয়েকজন বাড়িতেই রয়েছেন মশারির ভিতর ।