পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jun 15, 2021, 9:11 PM IST

ETV Bharat / state

কুলটিতে জাল ওষুধ কারখানার হদিশ, ধৃত 5

গোপন সূত্রে খবর পেয়ে ওষুধ কারখানায় অভিযান চালায় পুলিশ ৷ সেখান থেকেই মূল দুই অভিযুক্ত সহ 5 জনকে গ্রেফতার করে পুলিশ । বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর আয়ুর্বেদিক ওষুধ, কাফ শিরাফ, মধু ।

কুলটিতে জাল ওষুধ কারখানায় অভিযান
কুলটিতে জাল ওষুধ কারখানায় অভিযান

আসানসোল, 15 জুন : করোনা পরিস্থিতে কুলটিতে জাল আয়ুর্বেদিক ওষুধের কারখানায় অভিযান চালিয়ে মূল দুই অভিযুক্ত সহ ধৃত পাঁচ ৷

কুলটি থানার বরাকর হনুমান চড়াই এলাকার জাল আয়ুর্বেদিক ওষুধ তৈরির কারখানায় জাল ওষুধ এবং মধু তৈরি করে তা ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশে পাচার করা হচ্ছিল । গোপন সূত্রে খবর পেয়ে ওষুধ কারখানায় অভিযান চালায় পুলিশ ৷ সেখান থেকেই মূল দুই অভিযুক্ত সহ 5 জনকে গ্রেফতার করে পুলিশ । বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর আয়ুর্বেদিক ওষুধ, কাফ শিরাফ, মধু । ধৃতদের নাম ঋতেশ কুমার গুপ্তা , অজয় গুপ্তা , রূপেশ গুপ্তা , সুমন রুইদাস, অশোক কুমার চৌধুরি । ধৃতরা বারাসতের বাসিন্দা ৷

কী বললেন আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি

আরও পড়ুন : দুর্নীতির জন্যই হার, চন্দ্রকোণায় বিজেপি নেতার বাড়ির সামনে বিক্ষোভ কর্মীদের

আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি (কুলটি) ওমর আলি মোল্লা জানিয়েছেন, ওষুধ তৈরির কারখানার কোনও বৈধ কাগজপত্র ছিল না । ধৃতদের আসানসোল মহকুমা আদালতে তোলা হলে 14 দিনের রিমান্ড পাওয়া গিয়েছে । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে, জাল ওষুধের রিটেল দোকানগুলির সন্ধান চালাতে চাইছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details