পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে বিক্ষোভ 400 অস্থায়ী কর্মীর - Durgapur News

আজ দুর্গাপুরের বিজড়ার একটি বেসরকারি হাসপাতালে 400 জন অস্থায়ী কর্মী কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখান । বিক্ষোভে কর্মীদের পাশে ছিলেন হাসপাতালের শাসক দলের শ্রমিক সংগঠন INTTUC-র সদস্যরাও ৷

400 workers protested at a private hospital in Durgapur
দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে বিক্ষোভ 400জন কর্মীর

By

Published : Jun 16, 2020, 4:50 AM IST

দুর্গাপুর , 15 জুন: দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে 400 জন অস্থায়ী কর্মী কাজ ছেড়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন । কর্মীদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুললেন রাজ্যের শাসকদলের শ্রমিক সংগঠনের নেতারাও ।

কর্মীদের অভিযোগ, লকডাউন পরিস্থিতিতে অস্থায়ী প্রায় 400 জন কর্মীকে মাসিক 16 দিন করে কাজ করানো হচ্ছে । অনেককে আবার ছাঁটাই করে দেওয়া হয়েছে । কর্মীদের সময়মতো বেতন দিচ্ছেন না, তাঁদের রীতিমত মানসিক ভাবে অত্যাচার করা হচ্ছে । এমন অভিযোগ তুলে আজ দুর্গাপুরের বিজড়ার একটি বেসরকারি হাসপাতালে 400 জন অস্থায়ী কর্মী কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখান । এই অস্থায়ী কর্মীদের অভিযোগ, তাঁদের দিয়ে বিভিন্ন দপ্তরের কাজ করানো হচ্ছে । যারা হাউজ়কিপিং এর কাজ করেন তাঁদের বিভিন্ন ধরনের কাজ করতে বলা হচ্ছে । অথচ এই কঠিন সময়ে তাঁদের সময়মতো বেতন দেওয়া হচ্ছে না । মাসে মাত্র 16 দিনের কাজ দেওয়া হচ্ছে কর্মীদের।

দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে বিক্ষোভ 400জন কর্মীর

হাসপাতালে এক অস্থায়ী মহিলা কর্মী চন্দ্রা দত্ত অভিযোগ তুলে বলেন, "25জনকে ছাঁটাই করে দেওয়া হয়েছে। আর আমাদের দিয়ে অতিরিক্ত কাজ করানো হচ্ছে । অথচ সময়মতো মাইনের টাকা দেওয়া হচ্ছে না ।শুধু তাই নয় আমরা গ্লাভস পাইনি, সামান্য কাপড়ের একটা করে মাস্ক দেওয়া হয়েছে৷ আমাদের কোনও সুরক্ষা নেই ৷"

এই হাসপাতালের শাসক দলের শ্রমিক সংগঠন INTTUC-র সাধারণ সম্পাদক বিকাশ গোপ বলেন ,"এই হাসপাতালে শ্রমিকদের অমানবিক পরিশ্রম করানো হচ্ছে । আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাইলে আমাদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না । উলটে মিথ্যা মামলা দিয়ে দেওয়া হচ্ছে । তাই আজ আমরা কর্মীদের নিয়ে প্রতিবাদ জানাচ্ছি ।"

প্রায় 400 জন কর্মী হাসপাতালের বাইরে রাস্তায় আন্দোলনে সামিল হলে ঘটনাস্থানে আসে বি-জ়োন ফাঁড়ির পুলিশ । ক্ষুব্ধ কর্মীদের সাথে কথা বলতে দেখা যায় পুলিশের আধিকারিকদের । যদিও বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

ABOUT THE AUTHOR

...view details