পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনামুক্ত ক্যানসার রোগী সহ 3 - corona virus news updates

কোরোনামুক্ত হয়ে আজ দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন তিনজন । তাঁদের মধ্য়ে দু'জন বীরভূমের বাসিন্দা । একজন মুর্শিদাবাদের ।

ছবি
ছবি

By

Published : May 8, 2020, 9:35 PM IST

দুর্গাপুর, 8 মে : ফের কোরোনামুক্ত হয়ে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন তিন জন । এর মধ্যে একজন ক্যানসার আক্রান্ত রোগীও রয়েছেন । আজ এই তিনজনকে ছেড়ে দেওয়ার পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এবার থেকে সেখানে কোরোনা পরীক্ষাও হবে ।

কোরোনায় আক্রান্ত এই তিন জনকে গত শুক্রবার দুর্গাপুরের হাসপাতালে ভরতি করা হয় । তাঁদের মধ্যে দু'জন মহিলা এবং একজন পুরুষ । দু'জনের বাড়ি বীরভূমের ময়ূরেশ্বর ও মল্লারপুরে । আর একজন মুর্শিদাবাদের বাসিন্দা । এই তিন জনের মধ্যে বীরভূমের ময়ূরেশ্বরের বাসিন্দা ক্যানসারে আক্রান্ত । সম্প্রতি মুম্বই থেকে চিকিৎসা করে ফিরেছিলেন তিনি ।

58 বছর বয়সি ক্যানসারে আক্রান্ত ওই মহিলাকে সুস্থ করা রীতিমতো বড় চ্যালেঞ্জ ছিল বলে জানাচ্ছেন হাসপাতালের চিকিৎসকরা । হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত এই হাসপাতালে যতজন কোরোনা আক্রান্ত ভরতি হয়েছেন, সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । বর্তমানে এখানে আর দু'জন কোরোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন । তাঁরাও সুস্থ হয়ে ওঠার পথে ।

এবিষয়ে হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট বোনাপার্ট চৌধুরি বলেন, "খুব শীঘ্রই আমাদের হাসপাতালে COVID-19 পরীক্ষা চালু হবে । আমাদের মুখ্য সংযোগকারী কেন্দ্র ভুবনেশ্বর AIIMS থেকে অনুমোদন পাওয়া শুধু সময়ের অপেক্ষা । এই হাসপাতালে এখনও পর্যন্ত যত জন কোরোনা আক্রান্ত রোগী ভরতি হয়েছেন সবাই সুস্থ। আমাদের একটা অনুরোধ, এই পরিস্থিতিতে কেউ সোশাল মিডিয়ায় গুজব ছড়াবেন না। "

ABOUT THE AUTHOR

...view details