পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বন্ধুকে বাঁচাতে গিয়ে দামোদরে তলিয়ে গেল আরও 2 যুবক

দামোদরে নেমে তলিয়ে মৃত্যু ৩ যুবকের । আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ডামরা এলাকার ঘটনা । দামোদরে স্নান করার সময় প্রথমে একজন নদে ডুবে যান । পরে তাঁকে বাঁচাতে গিয়ে আরও ২ জন তলিয়ে যান ।

আসানসোল জেলা হাসপাতাল

By

Published : Jun 4, 2019, 7:23 PM IST

Updated : Jun 4, 2019, 7:47 PM IST

আসানসোল, 4 জুন : দামোদরে নেমে তলিয়ে মৃত্যু ৩ জনের । আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ডামরা এলাকার ঘটনা । দামোদরে স্নান করার সময় প্রথমে একজন নদে ডুবে যান । পরে তাঁকে বাঁচাতে গিয়ে আরও ২ জন তলিয়ে যান । মৃতদের নাম অরবিন্দ সাউ, অভিষেক হেলা এবং অবিনাশ মল্লিক ।

স্থানীয়রা জানিয়েছে, অরবিন্দ আসানসোল রেল কলোনি এলাকার বাসিন্দা । অভিষেক পুরোনো স্টেশন রেল কলোনি এলাকার বাসিন্দা এবং অবিনাশের বাড়ি উশাগ্রাম বিবেকানন্দ পল্লি এলাকায় । গ্রামবাসীদের কাছ থেকে জানা যায়, অরবিন্দ বেঙ্গালুরুর একটি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র । ছুটিতে বাড়িতে এসেছিলেন । অবিনাশ আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তেন । আর অভিষেক আসানসোল বি.সি কলেজের ছাত্র ছিলেন ।

স্থানীয়রা জানায়, আজ দুপুর আড়াইটে নাগাদ মোট চারজন দামোদর নদে স্নান করতে যান । কিন্তু একজন পাড়ে দাঁড়িয়েছিলেন । স্নান করার সময় একজন নদে ডুবে যান । তাঁকে বাঁচাতে গিয়ে বাকি দু'জনও তলিয়ে যান । ঘটনার পর থেকে চতুর্থজন বেপাত্তা বলে জানায় স্থানীয়রা। ঘটনার পর তাঁরাই সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয় । ততক্ষণে স্থানীয়রা জলে নেমে তল্লাশি শুরু করে। বিকেল ৫টা নাগাদ ঘটনাস্থান থেকে কিছুটা দূরে ওই তিনজনকে উদ্ধার করা হয় । পুলিশ তাঁদের আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ।

মৃত অবিনাশ মল্লিকের বাবা রমেশ কুমার মল্লিক বলেন, "ছেলে বাড়িতে বলে গেছিল পরীক্ষা আছে । দু'ঘণ্টা পরে ফিরব । কিন্তু পরে ওর বন্ধু ফোন করে দামোদরের পাড়ে চলে আসতে বলে । ওর মুখে শুনলাম ছেলে নদীতে স্নান করতে গিয়ে ডুবে গেছে । আমিও তড়িঘড়ি ঘটনাস্থানে ছুটে যাই । কিন্তু তখনও ছেলেকে পাওয়া যায়নি। পরে ছেলের দেহ উদ্ধার হল।"

Last Updated : Jun 4, 2019, 7:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details