দুর্গাপুর, 26 সেপ্টেম্বর : দুর্গাপুর মহকুমা হাসপাতালে 3 জন করোনা আক্রান্ত শিশু ভর্তি রয়েছে । রবিবার নতুন করে আর কোনও শিশু করোনা আক্রান্ত হয়ে ভর্তি হয়নি বলে জানালেন জেলা সহকারী স্বাস্থ্য আধিকারিক কেকা মুখোপাধ্যায় ।
শুক্রবার তিনি জানান, অতিরিক্ত ভিড়ের কারণে এই ধরনের ঘটনা ঘটছে । তিনি সতর্ক করেন যে বাচ্চাদের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ির লোকজনদের থেকে, বাইরে থেকে নয় ৷ বাড়িতে সকলকে কোভিড বিধিনিষেধ ঠিকমতো মেনে চলতে হবে ৷ দু'টি ভ্যাকসিনের ডোজ নিলেই মানুষ মনে করছে যে আর করোনা সংক্রমণ হবে না ৷ কিন্তু সেটা ঠিক নয় ৷ ভ্যাকসিন নিলে তার তীব্রতা কমতে পারে, কিন্তু হবে না এটা বলা যায় না বলে জানান তিনি ৷
তিনি বলেন, "বয়স্ক, শিশুরা আক্রান্ত হলে তাদের ক্ষেত্রে রোগের তীব্রতা অনেক বেশি হবে ৷" এর আগে আসানসোল জেলা হাসপাতালে 100 জন বাচ্চা জ্বর, সর্দি নিয়ে ভর্তি হয়েছিল ৷ তাদের সকলের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে বলে আশ্বস্ত করেন জেলা সহকারী স্বাস্থ্য আধিকারিক ৷
দুর্গাপুর মহকুমা হাসপাতালে 3 জন কোভিড সংক্রামিত বাচ্চা ভর্তি রয়েছে আরও পড়ুন : vaccination of children : জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়ছে, প্রতিরোধে অক্টোবর থেকে জোরকদমে শিশুদের বয়সভিত্তিক টিকা কর্মসূচি
হাসপাতালে রোগী এবং তাদের সঙ্গে থাকা সদস্যদের কোভিড বিধি মেনে চলতে হবে, তাহলে হাসপাতাল থেকে কোভিড সংক্রমণ হবে না, জানালেন জেলা সহকারী স্বাস্থ্য আধিকারিক ৷ তিনি হাসপাতালে অযথা ভিড় করা চলবে না বলে জানিয়েছেন ৷ তাঁর মতে, মাস্ক না পরার জন্য অনেক ক্ষেত্রে ছড়াচ্ছে করোনাভাইরাস । যার জেরে আক্রান্ত হচ্ছে বাচ্চারা । হাসপাতালের ভিতর একই বেডে দুই থেকে তিনজন করে শিশুদের রাখা হচ্ছে, যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে শিশুদের, অভিযোগ পরিবারের লোকজনের । এ বিষয়ে নজর বাড়ানো হবে জানালেন জেলা সহকারী স্বাস্থ্য আধিকারিক কেকা মুখোপাধ্যায় ।