দুর্গাপুর, 16 ডিসেম্বর:জঙ্গল থেকে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার হওয়ায় বৃহস্পতিবার খুনের অভিযোগ দায়ের করে পরিবার । তদন্তে নেমে 3জনকে গ্রেফতার করল পুলিশ(3 Arrested in Miscreants Killed Incident in Durgapur)। সামনে এল খুনের কারণও ৷
বৃহস্পতিবার সাত সকালে দুর্গাপুরের সি-জোন এলাকার জঙ্গলে ক্ষতবিক্ষত অবস্থায় দুর্গাপুরের তালতলা এলাকার যুবক বছর যুবক রাহুল পাসোয়ানের (21) দেহ উদ্ধার হয় । পরিবারের অভিযোগ ছিল, খুন করে রাহুলকে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে । অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু করে দুর্গাপুর থানার পুলিশ । তদন্তের ভিত্তিতে দুর্গাপুর থানার তালতলা এলাকা থেকেই কৃষ্ণা বাদ্যকর, রবি মূর্তি এবং আনন্দ পাসোয়ান নামে তিন যুবককে গ্রেফতার করে ।