আসানসোল, 23 মে : মান আর হুঁশ নিয়ে মানুষ ৷ কিন্তু এই মানুষ মান আর হুঁশ হারিয়ে কতটা নির্মম হতে পারে তা টের পেল একটি মার্জার শাবক ৷ সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ সেখানে দেখা যাচ্ছে, গামছা দিয়ে একটি বিড়াল শাবককে ধরে শুন্যে ছুড়ছে এক কিশোর ৷ নির্মমভাবে সেখান থেকে মাটিতে লুটিয়ে পড়ছে শাবকটি ৷ যা দেখে উল্লাসে মাতছেন বাকিরা ৷
ক্যামেরায় স্লো মোশন করে তাদের পুরো কর্মকাণ্ড রেকর্ড করে ওই কিশোররা ৷ পরে তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে ৷ মুহূর্তে তা ভাইরাল হয়ে যায় ৷ আতঁকে ওঠেন পশুপ্রেমী থেকে সাধারণ মানুষ ৷ নিরীহ অবলা পশুর এমন করুণ দুর্দশা দেখে গর্জে ওঠেন পশুপ্রেমীরা ৷ একটি পশুপ্রেমী সংগঠনের তরফে আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করা হয় ।