পশ্চিমবঙ্গ

west bengal

লকডাউন ভাঙায় আসানসোল-দুর্গাপুরে গ্রেপ্তার 242

By

Published : Jul 24, 2020, 1:28 AM IST

সরকারি লকডাউন ভাঙায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট একদিনে 242 জনকে গ্রেপ্তার করেছে । জেলায় মোট আক্রান্তের সংখ্যা 547 ।

242 arrested in Asansol-Durgapur for violating lockdown
242 arrested in Asansol-Durgapur for violating lockdown

আসানসোল, 23 জুলাই : রাজ্যের লকডাউন নির্দেশনামা অমান্য করায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় মোট 242 জনকে গ্রেপ্তার করা হয়েছে । এরমধ্যে আসানসোল মহকুমা এলাকায় থানাগুলি থেকে গ্রেপ্তার হয়েছে 116 জন । দুর্গাপুর মহকুমায় গ্রেপ্তার হয়েছে 126 জন । আজ রাতে এমন তথ্য দিয়েছেন আসানসোল দুর্গাপুর পুলিশের ADC সেন্ট্রাল সায়ক দাস ।

পশ্চিম বর্ধমান জেলায় ইতিমধ্যেই 547 জন আক্রান্ত হয়েছেন । 266 জন সক্রিয় আক্রান্ত চিকিৎসাধীন । এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 8 জনের । তারপরেও হুঁশ নেই মানুষের । রাজ্য লকডাউন ঘোষণা করলেও, সেই লকডাউন ভেঙে মানুষজন রাস্তায় নেমেছে । আর পুলিশও ব্যাপক ধরপাকড়় শুরু করেছে বিভিন্ন এলাকায় ।

সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হয়েছে কাঁকসা থানায় । মোট 41 জনকে কাঁকসা থানায় গ্রেপ্তার করা হয়েছে । এরপরেই রয়েছে আসানসোল দক্ষিণ থানা । 38 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্গাপুর থানায় 34 জন, কোকোভ্যান থানায় 27 জন, কুলটি থানায় 23 জন, রানীগঞ্জ থানায় 22 জন, দুর্গাপুর নিউটাউনশিপ থানায় 19 জন, আসানসোল উত্তর থানায় 10 জন, সালানপুর থানায় 10 জন, হীরাপুর থানায় 9 জন, পাণ্ডবেশ্বর থানায় 5 জন ও জামুড়িয়া থানায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details