রানিগঞ্জ, 26 নভেম্বর : 'দিদিকে বলো'-তে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি ৷ তাই তৃণমূলের কয়লা খাদান শ্রমিক সংগঠন (KKSC) ছাড়লেন প্রায় 200 জন কয়লা খনি শ্রমিক ৷ গতকাল তাঁরা যোগ দেন তৃণমূল সমর্থিত শ্রমিক সংগঠন হিন্দ মজদুর সভায় ৷
দুর্নীতির অভিযোগে তৃণমূলের কয়লা খাদান সংগঠন ছাড়লেন 200 শ্রমিক
'দিদিকে বলো'-তে অভিযোগ জানিয়েও কিছু লাভ না হওয়ায় তৃণমূলের কয়লা খাদান শ্রমিক সংগঠন (KKSC) ছেড়ে হিন্দ মজদুর সভা (HMS )-র দলীয় পতাকা হাতে নিয়ে যোগ দিলেন ২০০ জন কয়লা খনি শ্রমিক ৷
তৃণমূলের কয়লা খাদান শ্রমিক সংগঠন (KKSC) ছেড়ে হিন্দ মজদুর সভায় যোগদান
এ বিষয়ে ECL পিওর শিয়ারশোল কোলিয়ারির KKSC সংগঠন ত্যাগ করা এক সদস্য উপেন্দ্র যাদব জানান, সেখানে অন্যায়, অত্যাচার চলছে ৷ তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি থেকে শুরু করে 'দিদিকে বলো'-তে সংগঠনের সম্পাদক বিবেক মণ্ডলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জানানো হয়েছে ৷ কিন্তু কোনও লাভ হয়নি ৷ তাই তাঁরা হিন্দ মজদুর সভায় যোগ দিয়েছেন ৷
যদিও এ বিষয়ে বিবেকবাবুর সঙ্গে যোগাযোগ করা হয় ৷ তাঁর কোনও প্রতিক্রিয়া মেলেনি ৷
Last Updated : Nov 26, 2019, 7:31 PM IST