দুর্গাপুর, 11 অক্টোবর : কাঁকসায় রাজ্য সড়কের চার মাইল এলাকায় উলটে গেল বেসরকারি বাস । বাসের প্রায় 20 জন যাত্রী আহত হয়েছেন । এখনও কোনও হতাহতের খবর নেই । শিলিগুড়ি থেকে দুর্গাপুর যাচ্ছিল বাসটি । বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্যই দুর্ঘটনা হয় বলে অভিযোগ ।
দুর্গাপুরে বাস উলটে আহত 20 যাত্রী - কাঁকসায় রাজ্য সড়কে দুর্ঘটনা
কাঁকসায় রাজ্য সড়কের চার মাইল এলাকায় বাস উলটে আহত 20 যাত্রী । দুর্ঘটনার জন্য গাড়িচালককেই দোষ দিচ্ছেন যাত্রীরা ।
![দুর্গাপুরে বাস উলটে আহত 20 যাত্রী durgapur](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9132409-thumbnail-3x2-durga.jpg)
durgapur
দুর্ঘটনার জন্য বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়কে । যাত্রীদের অভিযোগ, এর আগে ডালখোলাতেও দুর্ঘটনার কবলে পড়ে এই বাস । চালকের বেপরোয়া গাড়ি চালানোর কারণে রাস্তায় কয়েকবার ঝামেলাও বাধে ।
কী হয়েছিল ঘটনাস্থানে ?
কাঁকসার চার মাইলে বেপরোয়া গতিতে থাকা বাস হঠাৎ ঝাঁকুনি দেয় । এবং রাস্তার পাশে ঝোপঝাড়ে উলটে যায় । আহতদের উদ্ধার করে পানাগড় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় । ঘটনার পর থেকে পলাতক চালক ।
Last Updated : Oct 11, 2020, 1:36 PM IST