আসানসোল, 16 জুন: যেকোনও মুহূর্তে হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে বাড়িটি। কুলটির সাঁকতোড়িয়ায় ধসপ্রবণ এলাকায় একটি দোতলা পাকা বাড়ি এমনই বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে। যে বাড়িতে বসবাস করছেন 2 মহিলা ও 2 শিশু। কার্যত মৃত্যুর সঙ্গে ঘর করছে পরিবারটি৷ আর্থিক কারণে অন্য কোথাও যাওয়ারও উপায় নেই তাদের। সাহায্যের জন্য প্রশাসনের দরজায় কড়া নেড়েও লাভ হয়নি বলে অভিযোগ৷
কুলটি সাঁকতোড়িয়া চিরকালই ধসপ্রবণ এলাকা। এর আগে মাটি ফুঁড়ে ধোঁয়া বেরোনোর ঘটনা ঘটেছে। ধসের কবলে ধূলিসাৎ হয়েছে একাধিক বাড়ি। এমনকী বেশ কিছুদিন আগে ধসে তলিয়ে গেছিল এক যুবতি। কেন্দ্রীয় সরকার এখানকার পরিবারগুলির জন্যে পুনর্বাসন প্রকল্প ঘোষণা করেছে। যদিও সরকারি সেই প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি।
সাঁকতোড়িয়ার মাহাতা পাড়ায় একটি দোতলা বাড়িতে থাকেন রিনা মাহাতা, তাঁর মেয়ে শিল্পী মাহাতা ও শিল্পী মাহাতার দুই শিশু সন্তান। সেই দোতলা বাড়িটিই বর্তমানে বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে। গোটা বাড়িতেই বড়সড় ফাটল দেখা দিয়েছে। ছাদ থেকে খসে পড়ছে চাঙড়। এমনকী গোটা বাড়িটি মাটিতে বসে যাচ্ছে ধীরে ধীরে। ভারী বৃষ্টিপাত হলে হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে বাড়ি, আশঙ্কা করছেন রিনা দেবী ও শিল্পী দেবী।