পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আসানসোলে হাতির হামলায় মৃত 2 - 1 dead in an elephant attack in asansol

সকাল থেকে বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়ায় হাতিটি ৷ হামলার আশঙ্কায় আতঙ্ক ছড়ায় ৷

hathi_attack
হাতির হানায় মৃত 1

By

Published : Jan 28, 2020, 9:51 AM IST

Updated : Jan 29, 2020, 6:43 AM IST

আসানসোল, 28 জানুয়ারি : আসানসোলে হাতির হামলায় মৃত্যু হল 2 জনের ৷ মৃতদের নাম অলকা বাউরি (56) এবং রামু যাদব (45) ৷ পরে ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু করা হয় হাতিটিকে ৷

আজ সকালে দামোদর পেরিয়ে হাতিটি হীরাপুর এলাকায় ঢোকে । কালাঝরিয়া গ্রামে অলোকা বাউরি নামে ওই বাসিন্দা শৌচকর্ম করতে মাঠে গেছিলেন ৷ সেইসময় হাতির সামনে পড়ে যান । তাঁকে সেখানেই পিষে দেয় হাতিটি । ঘটনাস্থানেই মহিলার মৃত্যু হয় । সারাদিন কালাঝরিয়া এলাকায় ঘুরে বেড়ায় হাতিটি । গ্রামবাসীদের বারেবারে তাড়িয়ে নিয়ে যায় । সন্ধ্যার পর কালাঝরিয়া এলাকা থেকে ইসমাইলের দিকে এগোতে থাকে । তালকুড়ি, নতুনডি গ্রাম এলাকা পেরিয়ে ইসমাইলের পথে যাওয়ার সময় পথে রামু যাদব নামে ওই ব্যক্তিকে সামনে পেয়ে পিষে দেয় হাতিটি । বাসিন্দারা তড়িঘড়ি রামুকে হাসপাতালে নিয়ে এলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ।

আসানসোলে হাতির হানায় মৃত 2

সকাল থেকে পরপর দু'জনকে মারলেও বনবিভাগের কর্মীরা প্রথমে হাতিটিকে তাড়িয়ে নিয়ে যেতে পারেননি ৷ শেষ পর্যন্ত আসানসোলের মহিশিলা কলোনির সানভিউ পার্কে হাতিটিকে ঘুমপাড়ানি গুলি ছোড়া হয় । দুটি ঘুমপাড়ানি গুলি ছুড়তেই নিস্তেজ হয়ে পড়ে হাতিটি । এরপর একটি ছোটো ডোবাতে পাঁকের মধ্যে নেমে যায় । বনকর্মীরা চেন দিয়ে বেঁধে হাতিটিকে তোলার চেষ্টা করছেন ।

Last Updated : Jan 29, 2020, 6:43 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details