পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জামালপুরে লরির ধাক্কায় মৃত 2, আহত 2 - জামালপুর

শুক্রবার মেমারি তারকেশ্বর রোডে কৃষ্ণচন্দ্রপুর এলাকায় একটা সিমেন্ট ভরতি ট্রাক মেমারির দিক থেকে জামালপুরের দিকে যাচ্ছিল । সেই সময় এক স্কুটি চালককে বাঁচাতে গিয়ে দুই পথচারীকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটা দোকানে ঢুকে যায় লরিটি ।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

By

Published : Mar 26, 2021, 7:16 PM IST

জামালপুর, 26 মার্চ :লরির ধাক্কায় মৃত্যু হলো দুই পথচারীর। শুক্রবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুরের কৃষ্ণচন্দ্রপুর এলাকায়। ঘটনার পর এই লরিটি একটি দোকানে ঢুকে যায়।

পুলিশ জানিয়েছে, মৃতরা হলেন সুরজ রায় (46) ও মাবু মল্লিক(50)। মৃতদের মধ্যে সুরজ জামালপুরের হিরণ্যগ্রামের ও মাবু সেলিমাবাদ গ্রামের বাসিন্দা । ঘটনায় আহত হয়েছেন লরিচালক আনসাবিন শেখ ও জলিল মল্লিক। তাঁদের স্থানীয় জানালপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয়।


আরও পড়ুন :রসিকপুর বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার এক


স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার মেমারি তারকেশ্বর রোডে কৃষ্ণচন্দ্রপুর এলাকায় একটা সিমেন্ট ভরতি ট্রাক মেমারির দিক থেকে জামালপুরের দিকে যাচ্ছিল । সেই সময় এক স্কুটি চালককে বাঁচাতে গিয়ে দুই পথচারীকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটা দোকানে ঢুকে যায় লরিটি । দুর্ঘটনায় চারজন আহত হয়েছিলেন। তার মধ্যে সুরজ রায় ও মাবু মল্লিকের অবস্থা আশঙ্কাজনক ছিল । জামালপুর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা সুরজকে মৃত বলে ঘোষণা করেন। মাবু মল্লিকের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে তাঁর মৃত্যু ।

লরির ধাক্কায় মৃত্যু

ABOUT THE AUTHOR

...view details