দুর্গাপুর, 6 এপ্রিল : ডাম্পারের সাথে লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই গাড়ির চালকের। আজ ভোররাতের এই দুর্ঘটনাটি পানাগড়-ইলামবাজার রাজ্য সড়কের কাঁকসা দু'নম্বর কলোনি এলাকার। এই দুর্ঘটনায় এক খালাসি আহত হয়েছেন।
দুর্গাপুরে ডাম্পারের সাথে লরির মুখোমুখি সংঘর্ষে মৃত 2 - injured
স্থানীয় সূত্রে খরর লরিটি অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গেলে দুর্ঘটনাটি ঘটে। ডাম্পার ও লরিচালক দুজনেই মারা যান।
আজ ভোররাতে একটি পাথরবোঝাই ডাম্পার পানাগড়ের দিকে যাচ্ছিল। অন্যদিকে পানাগড় থেকে ইলামবাজারের দিকে যাচ্ছিল লরিটি। পুলিশ সূত্রে খবর, কাঁকসার কাছে লরিটি বেপরোয়াভাবে অন্য একটি গাড়িকে ওভারটেক করতে যায়। তখনই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থানেই দুই চালক মারা যান।
এই দুর্ঘটনার জেরে রাজ্য সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল। কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত খালাসিকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে। মৃতদেহদুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতদের পরিচয় জানা যায়নি।