পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Gas Cylinder Blast at Jamuria : জামুড়িয়ায় সিলিন্ডার বিস্ফোরণে মৃত 2 - জামুড়িয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত 2

মঙ্গলবার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহতদের মধ্যে মৃত্যু হল দু'জনের (Jamuria Cylinder Blast Incident) ৷ মৃতরা হল রূপম মণ্ডল (10) ও মালতি মণ্ডল (50) ৷

Jamuria News
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জামুড়িয়ায় ভেঙে পড়ল বাড়ি

By

Published : Mar 9, 2022, 2:25 PM IST

জামুড়িয়া, 9 মার্চ :জামুড়িয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃত 2 ৷ এর মধ্য়ে এক বালকও রয়েছে ৷ তবে পরিবারের অভিযোগ চিকিৎসায় গাফিলতির জেরেই মৃত্যু হয়েছে আহত ওই দু'জনের (Gas Cylinder Blast at Jamuria) ৷

জামুড়িয়া থানার বাহাদুরপুর পঞ্চায়েতের অন্তর্গত বাহাদুরপুর মণ্ডলপাড়ায় মঙ্গলবার সন্ধেয় গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয় ৷ তার জেরে বাড়ি ভেঙে পড়ে আহত হন সাতজন ৷ তড়িঘড়ি বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় এক বালক ও এক মহিলার (2 Died Due to Gas Cylinder Blast in Jamuria) ৷ পরিবারের তরফে অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রে উন্নত পরিষেবা না পাওয়ার জন্যই মৃত্যু হয়েছে ওই দু'জনের ৷ এই অভিযোগ তুলে মঙ্গলবার রাতে আহতদের পরিবার বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর চালায় ৷ খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জামুড়িয়ায় ভেঙে পড়ল বাড়ি

আরও পড়ুন :Jamuria Cylinder Blast : জামুড়িয়ায় সিলিন্ডার বিস্ফোরণে আহত একই পরিবারের 7 জন

এই ঘটনায় পরিবারের গৃহবধূ পুতুল মণ্ডল বলেন, "গ্যাসটা ঠিকঠাক জ্বলছে কি না তা দেখতে গিয়ে জ্বালানোর সময়ই মঙ্গলবার সন্ধ্যা নাগাদ সিলিন্ডারে আগুন ধরে যায় । এরপর বিকট শব্দে বিস্ফোরণ হয় ও পাকা ঢালাইয়ের বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে । বাড়ি ভেঙে যাওয়ায় দেওয়াল চাপা পড়ে যায় প্রায় 6-7 জন । দ্রুত গুরুতর রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে । কিন্তু সেখানে উন্নত মানের পরিষেবা না থাকায় আহতদের শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে । এরপর আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা রূপম মণ্ডল (10) ও মালতি মণ্ডল (50) নামে দু'জনকে মৃত বলে ঘোষণা করে ৷

আরও পড়ুন :Vandalized Hospital At Jamuria : চিকিৎসা পরিষেবা অমিল, জামুড়িয়ায় স্বাস্থ্যকেন্দ্রে ব্যাপক ভাঙচুর

ABOUT THE AUTHOR

...view details