পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রানিগঞ্জে  নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার এক - রানিগঞ্জে নাবালিকা ধর্ষণের অভিযোগে গ্রেপতার এক

শৌচকর্ম করতে বাইরে গেলে নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে । রানিগঞ্জের ঘটনা ।

1minor girl rape in ranigunj
নাবালিকা ধর্ষণের অভিযোগে গ্রেপতার এক

By

Published : Feb 3, 2020, 4:35 PM IST

রানিগঞ্জ, 3 ফেব্রুয়ারি: পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল । অভিযুক্ত গুলচান্দ ভুঁইঞাকে গ্রেপ্তার করেছে রানিগঞ্জ থানার পুলিশ ৷ আসানসোল জেলা হাসপাতালে ওই নাবালিকাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে ৷

গতকাল সন্ধ্যায় শৌচকর্ম করতে বাইরে যায় ওই নাবালিকা ৷ অভিযোগ, সেই সময় গুলচান্দ ভুঁইঞা নামে ওই ব্যক্তি তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে ৷ বাড়িতে এসে ঘটনাটি বলে ওই নাবালিকা । পরে অভিযোগের ভিত্তিতে গুলচান্দকে গ্রেপ্তার করা হয় ৷

ওই নাবালিকার বাবা বলেন, বাড়িতে শৌচালয় না থাকায় গতকাল সন্ধ্যায়শৌচকর্মের জন্য বাইরে যায় মেয়ে । এরপর তার কোনও খোঁজ পাওয়া যায়নি ৷ চারিদিকে খোঁজাখুঁজি করলেও কোথাও পাওয়া যায়নি তাকে । অনেক রাতে বাড়ি ফিরে এসে ঘটনাটি জানায় সে ৷

স্থানীয় বাসিন্দা প্রশান্ত সোরেন বলেন, এই প্রথমবার নয়, এর আগেও কয়েকবার এই ধরনের ঘটনা ঘটিযেছে গুলচান্দ ভুঁইঞা নামে ওই যুবক ৷ তাকে মারধরও করা হয়েছিল ৷ তবে, এবার তাকে ও তার পরিবারকে পাড়া থেকে বের করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি ।

ABOUT THE AUTHOR

...view details