আসানসোল, 31 জানুয়রি : কাঁধে স্কুলের ব্যাগের বদলে জুটেছিল পরিবারের অভাব দূর করার ভার ৷ অভাবের তাড়নায় সকালবেলা স্কুলের বদলে ছুটে যেতে হত কাজের জায়গায় ৷ কারও বা আবার পড়াশোনার প্রতি কোনওরকম ইচ্ছে ছিল না ৷ এবারে এই সমস্ত স্কুলছুট পড়ুয়াদের স্কুলমুখী করতে নয়া উদ্যোগ নিল আসানসোলের শীতলা বাউরি পাড়ার একটি স্বেচ্ছেসেবী সংস্থা ৷
ওই স্বেচ্ছেসেবী সংস্থার পক্ষ থেকে দরিদ্র পরিবারের স্কুলছুট 18 জন শিশুর হাতেখড়ির আয়োজন করা হয় ৷ স্কুলছুটদের ফের স্কুলমুখী করতেই এই উদ্যোগ নিয়েছেন তাঁরা ৷ এমনকী শিশুদের স্কুলে পাঠানো থেকে শুরু করে পড়াশোনা, বাই-খাতা-কলমসহ অন্য যাবতীয় খরচের দায়িত্বও এই স্বেচ্ছেসেবী সংস্থা বহন করবে ৷
উল্লেখ্য, আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের বহু এলাকায় দিনের পর দিন স্কুল ছুটদের সংখ্যা বেড়েই চলেছে ৷ শিশু শ্রমের অন্ধকারে যাতে শৈশব হারিয়ে না যায়, তাই স্বেচ্ছাসেবী সংস্থা উড়ানের পক্ষ থেকে সেই সমস্ত অঞ্চলে ছোটো ছোটো শিক্ষা কেন্দ্রও গড়ে তোলা হয়েছে ৷ যেখানে শুধুমাত্র পড়াশোনা নয়, ছবি আঁকা, গান আরও অনেক কিছুই শেখানো হবে শিশুদের৷