পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোভিড মোকাবিলায় নতুন রূপে আসানসোলের বার্লিংটন হাসপাতাল - করোনা

করোনা আবহে নতুন রূপে আত্মপ্রকাশ 150 বছরের পুরনো হাসপাতালের ৷ কোভিড হাসপাতাল হিসাবে উদ্বোধন হল আসানসোলের বার্লিংটন হাসপাতালের ৷

150 years old burlington hospital reopen as covid hospital at asansol
কোভিড মোকাবিলায় নতুন রূপে আসানসোলের বার্লিংটন হাসপাতাল

By

Published : Jun 9, 2021, 8:55 PM IST

আসানসোল, 9 জুন :কোভিড একদিকে যেমন অনেক কিছু কেড়ে নিয়েছে আমাদের থেকে, তেমনই দিয়েছে অনেক কিছু ৷ এবার আসানসোলবাসীর পুরনো নস্টালজিয়া বার্লিংটন হাসপাতালকে ফিরিয়ে দিল কোভিড ৷ কথটা একটু অন্য রকম শোনালেও, এটাই বাস্তব ৷

বিষয়টা একটু খুলে বলা যাক ৷

প্রায় 150 বছর আগে তৈরি আসানসোল শহরের সবচেয়ে প্রাচীন হাসপাতাল বার্লিংটন ফিরে এল কোভিড হাসপাতাল রূপে ৷ সৌজন্যে পূর্ব রেলের আসানসোল রেল ডিভিশন ৷ আসানসোল রেল ডিভিশনের ডিআরএম সুমিত সরকার এই ঐতিহাসিক হাসপাতালটির কোভিড হাসপাতাল রূপে উদ্বোধন করলেন ৷

বার্লিংটন হাসপাতাল ৷ জিটি রোডের ধারে গির্জা মোড়ের পাশেই লাল ঝকঝকে ভব ৷ ভবনের মূল ফটকের উপরের অংশে বড় ত্রিভুজাকৃতি নির্মাণ ৷ বড় বড় জানালা, দরজা ৷ জানালার উপরে গম্বুজের মত দেখতে ডিজাইন ৷ বড় বড় পিলার ৷ দেখলেই ব্রিটিশ আমলের নির্মাণ মনে হবে ৷

রেলের ইতিহাস ঘাঁটলে জানা যায়, 150 বছর আগে 1869 সালে ইস্ট ইন্ডিয়া রেল বানিয়েছিল এই বার্লিংটন হাসপাতাল ৷ এটিই আসানসোল এলাকায় প্রথম হাসপাতাল ছিল ৷ মূলত রেল কর্মচারীদের জন্য এটি নির্মিত হয়েছিল ৷ তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আহত ও অসুস্থ ব্রিটিশ রয়্যাল ফোর্সের সৈন্যদেরও চিকিৎসা হত এই হাসপাতালে ৷

কোভিড হাসপাতাল হিসাবে উদ্বোধন ৷

পরবর্তীকালে দেশ স্বাধীন হয়। রেল আকারে বৃহৎ হয়। কর্মী সংখ্যা বাড়ে ৷ 1966 সালে আসানসোলে ডিভিশনাল রেল হাসপাতাল তৈরি হওয়ার পর বন্ধ হয়ে যায় বার্লিংটন হাসপাতাল ৷ পরবর্তীতে রেল আবাসন করে দেওয়া হয় হাসপাতালের ভিতরের ঘরগুলিকে ৷

এরপর আসানসোল রেল ডিভিশনের উদ্যোগে হেরিটেজ বিল্ডিংগুলি সংস্কার করার সময় এই বার্লিংটন ভবনেরও ঐতিহাসিক গুরুত্ব বিচার করে সংস্কার করা হয় ৷ কিন্তু কোভিড পরিস্থিতিতে সেই বার্লিংটন হাসপাতালই ফিরে এল কোভিড হাসপাতাল হয়ে ৷

আসানসোল রেল ডিভিশন সূত্রে জানা গিয়েছে, বার্লিংটন হাসপাতালকে কোভিড হাসপাতাল হিসাবে তৈরি করা হয়েছে ৷ মঙ্গলবার আসানসোল রেল ডিভিশনের ডিআরএম সুমিত সরকার এই কোভিড হাসপাতালের উদ্বোধন করেন ৷ উপস্থিত ছিলেন রেলের অন্য উচ্চ আধিকারিকরা ৷

কোভিড মোকাবিলায় নতুন রূপে আসানসোলের বার্লিংটন হাসপাতাল

আরও পড়ুন :শ্রমিকের জন্য নিখরচায় করোনার টিকাকরণ দুর্গাপুরের বেসরকারি সংস্থায়

এই কোভিড হাসপাতালে 30 টি শয্যা থাকবে ৷ এছাড়াও চিকিৎসার জন্য এখানে থাকবে 10 টি অক্সিজেন সিলিন্ডার, চারটি অক্সিজেন কনসেনট্রেটর, দু’টি মাল্টি প্যারামনিটর ও অন্যান্য চিকিৎসা সামগ্রী ৷ আগামী দিনে করোনার থার্ড ওয়েভ এলে এই প্রাচীন হাসপাতাল তার মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকবে বলে বিশ্বাস রেল কর্তৃপক্ষের ৷

নতুন রূপে আসানসোলের বার্লিংটন হাসপাতাল ৷

ABOUT THE AUTHOR

...view details