পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকডাউনে দুর্গাপুরে ভ্রাম্যমাণ শিবিরে সংগৃহীত 100 ইউনিট রক্ত - লকডাউন দুর্গাপুরের ভ্রাম্যমাণ রক্তদান শিবির

লকডাউনে গোটা রাজ্যেই দেখা দিয়েছে রক্তের সংকট। এমন সময় দুর্গাপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ভ্রাম্যমাণ রক্তদান শিবিরে সংগৃহীত হল 100 ইউনিট রক্ত।

mobile blood donation camp at Durgapur
দুর্গাপুর

By

Published : May 2, 2020, 4:59 PM IST

দুর্গাপুর, 2 মে: লকডাউনে গোটা রাজ্যেই দেখা দিয়েছে রক্তের সংকট। এমনিতেই গ্রীষ্মের এই সময় রক্তের সংকট তৈরি হয়। তার উপর কোরোনার প্রকোপে দেশজুড়ে চলছে লকডাউন। ফলে সামাজিক দূরত্ব বজায় রাখার কারণেই বন্ধ হয়ে গিয়েছে রক্তদান শিবিরগুলির আয়োজন। এমন সময় দুর্গাপুরে চারটি ভ্রাম্যমাণ রক্তদান শিবির থেকে সংগৃহীত হল 100 ইউনিট রক্ত।

লকডাউনের এই সময় দুর্গাপুর মহকুমা ব্লাড ডোনার্স ফোরাম নিজেদের উদ্যোগে দুর্গাপুরের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে, এমনকী আশপাশের জেলাগুলিতেও সাধ্যমতো রক্তের জোগান দিয়ে চলেছে। তারা ছোট ছোট শিবির করে রক্ত সংগ্রহ করছে। এছাড়াও গাড়িতে করে ভ্রাম্যমাণ রক্তদান শিবির করা হচ্ছে। ওই স্বেচ্ছাসেবী সংস্থাটি জানাচ্ছে, গত কয়েকদিনের চারটি ভ্রাম্যমাণ রক্তদান শিবির থেকে মোট 100 ইউনিট রক্ত সংগ্রহ করা গিয়েছে।

এছাড়াও আজ দুর্গাপুরের বেনাচিতি রায়পাড়া মিলন সংঘের উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে ছোট রক্তদান শিবিরের আয়োজন করা হয়। যেখানে সংঘের সদস্যরা রক্তদান করেন। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরনিগমের 2 নম্বর বরো কমিটির চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার, পৌরনিগমের স্বাস্থ্য দপ্তরের মেয়র পরিষদ রাখি তেওয়ারি প্রমুখ।

দুর্গাপুর মহাকুমা ব্লাড ডোনার্স ফোরামের সাধারণ সম্পাদক কবি ঘোষ বলেন, "আমাদের উদ্দেশ্য ছিল লকডাউনে যাতে মানুষকে বাড়ির বাইরে বেরোতে না হয়, সেটা দেখা। আমরা খুশি, ভ্রাম্যমাণ রক্তদান শিবিরে ব্যাপক সাড়া মিলেছে।"

বেনাচিতি রায়পাড়া মিলন সংঘের সম্পাদক গৌরাঙ্গ বাগদী বলেন, আজ 500 জন দুস্থকে খাদ্য সামগ্রী সরবরাহ করার পর আমরা ক্লাবের স্বেচ্ছাসেবকরা রক্তদান করি।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details