জামুরিয়া, 3জুন : কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতেগোটা দেশজুড়ে চলছে লকডাউন । ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। লকডাউনের পর এবারসরকারের নির্দেশে গত দুদিন আগে'আনলক ওয়ান'শুরু হয় । এরপরই জামুরিয়ারচিচুড়িয়া পঞ্চায়েত এলাকায় আজ থেকে100দিনের কাজ শুরু হল ।
আনলক ওয়ান : জামুরিয়াতে শুরু 100 দিনের কাজ - Jamuria
লকডাউনের জেরে দীর্ঘদিন বন্ধ থাকার পর আনলক অন শুরু হওয়ার দুদিন পরেই জামুরিয়া তে শুরু হলো 100 দিনের কাজ। সমস্ত সরকারি বিধি নিষেধ ও সামাজিক দূরত্ব বজায় রেখেই কাজ চলছে।
সামাজিকদূরত্ব মেনে চলছে100দিনেরকাজ। চিচুড়িয়া পঞ্চায়েতের প্রধান নিজে দাঁড়িয়ে থেকে100দিনের তদারকি করেন ।100দিনের কাজের মধ্যে দিয়ে চলছে পুকুরখনন । আবার নতুন করে100দিনেরকাজ শুরু হওয়ায় খুশি চিচুড়িয়া পঞ্চায়েত এলাকার মানুষজন ।
চিচুড়িয়া পঞ্চায়েতের প্রধানবিশ্বনাথ সাঙ্গুই বলেন“লকডাউনেরজেরে গ্রাম পঞ্চায়েতের100দিনেরকাজ বন্ধ ছিল । দীর্ঘদিন পর আজ থেকে ফের শুরু হল ।”
প্রায়১৫০ জন শ্রমিক আজ কাজে যোগ দেন । নতুন করে কাজে যোগ দিয়ে খুশি এলাকার মানুষজন ।সরকারের সমস্ত নিয়ম মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখেই চলছে100দিনের কাজ ।