আসানসোল, 19 ফেব্রুয়ারি: চুরির অভিযোগে গ্রেপ্তার রেলকর্মী ৷ নাম সৌমাল্য চৌধুরি৷ এহেন ঘটনায় তাজ্জব আসানসোলের কোর্ট মোড় এলাকা৷ বিভিন্ন ফ্ল্যাটে চুরির অভিযোগে আসানসোল দক্ষিণ থানার পুলিশ গ্রেপ্তার করে সৌমাল্যকে৷ গ্রেপ্তার হয় বিহারীনাথ নামে আরও এক স্বর্ণকারও৷
সম্প্রতি আসানসোলের বেশ কয়েকটি ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটে৷ দস্তগির আলম নামে এক ব্যক্তির ফ্ল্যাটে চুরির পর তিনি পুলিশকে সন্দেহভাজন হিসেবে সৌমাল্য চৌধুরির নাম দেন৷ ঘটনার তদন্ত শুরু করে আসানসোল দক্ষিণ থানার পুলিশ৷