আগরতলা, 30 জুন: বিপুল পরিমাণে মাদকদ্রব্য উদ্ধার হল রাজ্য থেকে ৷ আন্তর্জাতিক বাজারে এর মূল্য প্রায় 14 কোটি টাকা ৷ ঘটনাটি ঘটেছে ত্রিপুরার ঢালাই জেলার আম্বাসা এলাকায় ৷ দু'জনকে গ্রেফতার করেছে ত্রিপুরা পুলিশ ৷
সরকারি সূত্রে জানা গিয়েছে, নাকা পয়েন্টে আম্বাসা পুলিশ একটি মাহিন্দ্রা থরকে আটকায় ৷ ওই গাড়িতে তল্লাশি চালিয়ে 3.1415 কেজি হেরোইন পাওয়া গিয়েছে ৷ সেগুলি 300টি কেসের মধ্যে রাখা ছিল ৷ আন্তর্জাতিক বাজারে এর দাম প্রায় 13.8 কোটি টাকা ৷ এই 3 কেজিরও বেশি হিরোইন একটি উন্নতমানের ব্যাগের মধ্যে রাখা ছিল ৷ এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ত্রিপুরায় এর আগে এত বিশাল পরিমাণে মাদক উদ্ধার হয়নি ৷ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে ৷
এই কাজের জন্য মুখ্যমন্ত্রী মানিক সাহা ত্রিপুরা পুলিশের প্রশংসা করেন ৷ তিনি একটি টুইট করে লেখেন, "ত্রিপুরাকে মাদক বিহীন রাজ্যে পরিণত করতে পুলিশ এবং অন্য নিরাপত্তা সংস্থাগুলি নিরন্তর কাজ করে চলেছে ৷" তিনি আরও জানান, মাদক-বিরোধী অভিযানে ঢালাই জেলার পুলিশ 14 কোটি টাকা মূল্যের মাদক উদ্ধার করেছে একটি গাড়ি থেকে ৷ এই ঘটনায় দু'জনকে গ্রেফতারও করা হয়েছে ৷ রাজ্যে এটাই সবচেয়ে বড় মাদক বাজেয়াপ্ত করার ঘটনা ৷ মাদক চক্র শেষ করতে পুলিশের এই প্রচেষ্টা তাদের দায়বদ্ধতা প্রমাণ করে ৷