আগরতলা, 3 এপ্রিল: ত্রিপুরায় বাঁশ ব্যবহার করে 'গ্রিন হাইড্রোজেন' উৎপাদনের কথা ভাবছে সে রাজ্যের সরকার । সোমবার এ কথা জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ৷ আগরতলার হাপানিয়ায় আন্তর্জাতিক মেলা গ্রাউন্ডে জি20 কনক্লেভের একটি প্রদর্শনী উদ্বোধন করার পর এ কথা বলেন তিনি ৷
সাংবাদিক সম্মেলনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন যে, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে আর্থিক সাহায্য চাইবে ৷ কেন্দ্র ইতিমধ্যেই সবুজ হাইড্রোজেন শক্তি উৎপাদনে 10,000 কোটি টাকা বরাদ্দ করেছে ।
মানিক সাহা বলেন, "আমরা বাঁশের উপর একটি সভা করেছি এবং বাঁশ শিল্পের উপর জোর দিয়েছি । বাঁশের উপর ভিত্তি করে আমরা অনেক কিছু করতে পারি । এই কনক্লেভের উদ্দেশ্য হল উদ্ভাবনী সমাধানগুলি অন্বেষণ করা যা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাহায্য করতে পারে এবং স্বচ্ছ শক্তির উত্সগুলিতে সহায়তা করতে পারে । আমরা ইতিমধ্যেই সৌর, বায়োমাসের মতো পুনর্ব্যবহারযোগ্য শক্তি নিয়ে কাজ করছি । আমরা বাঁশ থেকে এই শক্তির জন্য ‘গ্রিন হাইড্রোজেন’ তৈরিতেও কাজ করছি । এই কনক্লেভে আমরা বাঁশ থেকে ‘গ্রিন হাইড্রোজেন’ উৎপাদনের উপর জোর দিচ্ছি । আমাদের দেশের বেশ কয়েকজন বিজ্ঞানী এবং জি20 কনক্লেভের সময় বিদেশি প্রতিনিধিরা পরামর্শ দিয়েছেন যে, আমাদের সবুজ হাইড্রোজেনের উপর আরও জোর দেওয়া উচিত ৷"