পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Tripura CPIM Letter to CEO: ত্রিপুরা সিপিআইএম পার্টি অফিসে অগ্নিকাণ্ড, তদন্তের দাবিতে সিইও-কে চিঠি নেতৃত্বের

ত্রিপুরায় (Tripura Assembly Elections 2023) সিপিআইএম এর পার্টি অফিসে আগুন লাগার ঘটনায় এবার তদন্তের দাবি রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর (Tripura CPIM Writes to CEO Seeking Inquiry into Party Office Fire Incident) ৷ সেই দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্তেকে চিঠি লিখেছেন তিনি ৷

Tripura CPIM Letter to CEO ETV BHARAT
Tripura CPIM Letter to CEO

By

Published : Jan 9, 2023, 9:05 PM IST

আগরতলা, 9 জানুয়ারি: আগামী মাসে ত্রিপুরা বিধানসভা নির্বাচন (Tripura Assembly Elections 2023) ৷ তার আগে ফের ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতি অশান্ত হয়ে উঠেছে বলে অভিযোগ ৷ সাম্প্রতিককালে ধলাই জেলার কমলপুর মহকুমার একটি সিপিআইএম পার্টি অফিসে আগুন লাগানোর ঘটনা ঘটে ৷ সেই নিয়ে এবার ত্রিপুরা সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্তে (Chief Electoral Officer Kiran Gitte)-কে চিঠি লিখেছেন (Tripura CPIM Writes to CEO Seeking Inquiry into Party Office Fire Incident) ৷ সেখানে পার্টি অফিসে আগুন লাগানোর ঘটনায় পুলিশকে তদন্তের নির্দেশ দিতে আর্জি জানিয়েছেন তিনি ৷

কিরণ গিত্তেকে লেখা চিঠিতে তিনি উল্লেখ করেছেন, ‘‘বিচলিত মনে আমি আপনাকে জানাতে চাই, 2023 সালের 7 জানুয়ারি রাত 11টার সময় কমলপুর মহকুমায় মানিকভান্ডারে সিপিআইএম-এর পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ৷ দুষ্কৃতীরা পার্টি অফিসের দরজা ভেঙে ভিতরে ঢোকে ৷ সেখান আসবাবপত্র ভাঙচুর করা হয় ৷ তারপর দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ যার ফলে দমকল আগুন নিয়ন্ত্রণে আনার আগে, পার্টি অফিসের তিনটি ঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায় ৷’’

ত্রিপুরা সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী আরও অভিযোগ করেছেন, 2018 সালের মার্চ মাস থেকে তাঁদের এই পার্টি অফিস জোর করে বন্ধ করে রাখা হয়েছে ৷ তাঁরা একাধিকবার সেটিকে খোলার চেষ্টা করেছিলেন ৷ তবে, কমলপুর মহকুমা পুলিশের অসহযোগিতার কারণে সিপিআইএম-এর ওই পার্টি অফিসে খোলা যায়নি ৷ এমনকি এই কয়েক বছরে বিজেপি সরকারের শাসনকালে সিপিআইএম এর ওই পার্টি অফিসে ভাঙচুর, চুরি ও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে বলে চিঠিতে অভিযোগ করেছেন জিতেন্দ্র চৌধুরী ৷

আরও পড়ুন:কংগ্রেস ও বামপন্থীরা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, ত্রিপুরায় দাবি অমিত শাহের

গতকাল সিইও-কে লেখা সেই চিঠিতে বলা হয়েছে, ‘‘মোট 11টি পার্টি অফিসে তালাবন্ধ করে রাখা হয়েছে ৷ যার মধ্যে কমলপুর মহকুমার এই পার্টি অফিসটিও ছিল ৷ আর সেখানেই 7 জানুয়ারি রাতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ ওই চিঠিতে ত্রিপুরা সিপিআইএম এর সম্পাদক এও উল্লেখ করেছেন, দুষ্কৃতীরা এই হামলা সেইদিনেই চালিয়েছে, যেদিন ভারতের নির্বাচন কমিশন বিধানসভা ভোট উপলক্ষে ‘মিশন জিরো পোল ভায়োলেন্স’ প্রকাশ করেছে ৷ যার একটি মহৎ উদ্দেশ্য রয়েছে ৷ এই ঘৃণ্য হামলার মাধ্যমে সেই মহৎ উদ্দেশ্যকে উপহাস করা হয়েছে ৷’’

ABOUT THE AUTHOR

...view details