পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kunal Ghosh on Tripura Civic Polls: কাল ত্রিপুরায় পৌরভোট, সকাল সকাল ভোট দেওয়ার আর্জি কুণালের - Supreme Court on Tripura

টুইটে কুণাল ঘোষ (Kunal Ghosh) দাবি করেছেন, তৃণমূল ও সুপ্রিম কোর্টের চাপের মুখে পড়ে অবশেষে পৌরভোটের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি (Kunal Ghosh on Tripura Civic Polls) সুনিশ্চিত করেছে ত্রিপুরা সরকার ৷

Tripura Civic Polls: Kunal Ghosh urged people to cast vote in the morning
তৃণমূল ও সুপ্রিম কোর্টের চাপে পৌরভোটে নিরাপত্তা জানাল ত্রিপুরা সরকার: কুণাল

By

Published : Nov 24, 2021, 12:33 PM IST

Updated : Nov 24, 2021, 2:29 PM IST

কলকাতা, 24 নভেম্বর : রাত পোহালেই ত্রিপুরায় পৌরভোট ৷ অশান্তি লেগেই রয়েছে ৷ তারই মধ্যে টুইট করে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানালেন, চাপের মুখে পড়ে নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি সুনিশ্চিত করেছে ত্রিপুরা সরকার ৷ কুণাল টুইটে লেখেন, "তৃণমূল কংগ্রেস এবং মহামান্য সুপ্রিম কোর্টের চাপে পুরভোটের নিরাপত্তা জানালো ত্রিপুরা প্রশাসন ৷ আমাদের দাবি, সুপ্রিম কোর্টের সব নির্দেশ মেনে আজকের মধ্যে কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হবে ৷ হামলা, প্ররোচনার মামলাগুলিতে কী ব্যবস্থা হল, জানাতে হবে ৷" পাশাপাশি সবাইকে নিজের ভোট নিজে দেওয়ার অনুরোধ জানান ৷ মানুষকে সকাল সকাল ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক (Kunal Ghosh on Tripura Civic Polls) ৷

তৃণমূল গত কয়েকদিনের অশান্তির জেরে ত্রিপুরায় পৌরভোট (Tripura Municipal Election 2021) পিছিয়ে দেওয়ার আবেদন জানালেও তাতে সায় দেয়নি সুপ্রিম কোর্ট (Supreme Court on Tripura) ৷ বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি বিক্রম নাথের দুই সদস্যের বেঞ্চ জানিয়ে দিয়েছে, 25 নভেম্বর, অর্থাৎ বৃহস্পতিবার নির্ধারিত সূচি অনুযায়ীই ত্রিপুরায় পৌরভোট সম্পন্ন হবে । শীর্ষ আদালত তৃণমূলের আবেদন খারিজ করে দিয়েছে ঠিকই, তবে সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে নিরাপত্তার কড়াকড়ি করার জন্য বিপ্লব দেবের সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে ৷

তারই প্রেক্ষিতে পৌর ও নগর পঞ্চায়েত নির্বাচনে গৃহীত নিরাপত্তা ব্যবস্থাগুলির কথা জানিয়ে একটি প্রেস রিলিজ প্রকাশ করে ত্রিপুরা পুলিশ ৷ সেটিকে তুলে ধরে বুধবার টুইট করেন কুণাল ঘোষ ৷ তাঁর দাবি, তৃণমূল ও সুপ্রিম কোর্টের চাপেই নিরাপত্তা ব্যবস্থার কথা জানাতে বাধ্য হয়েছে ত্রিপুরা সরকার ৷ টুইটে কুণাল লিখেছেন, "তৃণমূল কংগ্রেস এবং মহামান্য সুপ্রিম কোর্টের চাপে পুরভোটের নিরাপত্তা জানাল ত্রিপুরা প্রশাসন । আমাদের দাবি: SC-র সব নির্দেশ মেনে আজকের মধ্যে কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হবে । হামলা, প্ররোচনার মামলাগুলিতে কী ব্যবস্থা হল, তা জানাতে হবে ।"

আরও পড়ুন:Supreme Court on TMC plea : আগামিকাল তৃণমূলের আদালত অবমাননা মামলা শুনবে সুপ্রিম কোর্ট

মানুষকে সকাল সকাল ভোট দেওয়ার আর্জিও জানিয়েছেন তৃণমূলের মুখপাত্র ৷ তিনি টুইটে লিখেছেন, "মানুষ কাল সকাল সকাল ভোট দিন । নিজের ভোট নিজে দিন ।"

আরও পড়ুন :TMC Agitation at Bjp Office: সায়নীর গ্রেফতারির প্রতিবাদে কলকাতায় বিজেপি অফিসে বিক্ষোভ তৃণমূলের

ত্রিপুরা পুলিশের তরফে জানানো হয়েছে, 6টি নগর পঞ্চায়েত, 7টি পৌর কাউন্সিল ও আগরতলা পৌরনিগমের ভোট হবে বৃহস্পতিবার ৷ 20টি থানার অন্তর্ভুক্ত মোট 644টি ভোটকেন্দ্রে হবে ভোটগ্রহণ ৷ এর মধ্যে 370টি কেন্দ্রকে 'এ' ক্যাটেগরিতে এবং 274টি কেন্দ্রকে 'বি' ক্যাটেগরিতে ফেলা হয়েছে ৷ 'এ' ক্যাটেগরিতে 4 জন করে টিএসআর কর্মী ও 'বি' ক্যাটেগরিতে 4 জন করে সশস্ত্র পুলিশ কর্মীকে মোতায়েন করা হয়েছে ৷ তবে আগরতলার পৌরনিগম এলাকার সব 'এ' ক্যাটেগরি কেন্দ্রে 5 জন করে টিএসআর কর্মী নিযুক্ত থাকবেন ৷ গেজেটেড অফিসারের নির্দেশে দুটি ভাগে স্ট্রং রুম ও সরকারি সংবাদমাধ্যমের নিরাপত্তার দায়িত্ব সামলাবেন সিআরপিএফ জওয়ানরা ৷ এ ছাড়াও বাড়ানো হয়েছে নাকা চেকিং ৷ নজরদারি চালানো হচ্ছে মোট 123টি নাকা পয়েন্টে ৷

আরও পড়ুন:Locket Chatterjee on Tripura TMC : ত্রিপুরায় খেলা হবে না, বিকাশ হবে ; দাবি লকেটের

Last Updated : Nov 24, 2021, 2:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details