আগরতলা, 7 ফেব্রুয়ারি : ত্রিপুরা বিজেপিতে বড় ভাঙন ৷ গেরুয়া শিবিরের সঙ্গে সম্পর্ক ত্যাগ করলেন সুদীপ রায়বর্মন ৷ তিনি বিধায়ক পদ থেকেও ইস্তফা দিয়েছেন ৷ তাঁর সঙ্গে বিজেপি ছেড়েছেন আশিসকুমার সাহা ৷ তিনিও বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন ৷ আশিসকুমার সাহা সুদীপ রায়বর্মনের অনুগামী বলে পরিচিত ৷ সংবাদ সংস্থার তরফে এমনই খবর জানানো হয়েছে (tripura bjp leader sudip roy barman left party with his close associate) ৷
প্রসঙ্গত, সুদীপ রায়বর্মন (Tripura BJP Leader Sudip Roy Barman) ত্রিপুরার রাজনীতিতে হেভিওয়েট বলে পরিচিত ৷ তিনি একসময় কংগ্রেসে ছিলেন ৷ সেখান থেকে তৃণমূলে যোগ দেন ৷ তাঁর সঙ্গে আরও কয়েকজনও তৃণমূলে গিয়েছিলেন ৷ তার পর সেই বিধায়কদের নিয়েই তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন সুদীপ ৷ তখন তিনি ও তাঁর অনুগামীরা যে দলে গিয়েছেন, সেই দলই ত্রিপুরায় প্রধান বিরোধী দল হয়ে উঠেছে ৷
যদিও তার পর ত্রিপুরার রাজনীতিতে বদল আসে ৷ বাম জমানার অবসান ঘটিয়ে সরকার গড়ে বিজেপি ৷ মুখ্যমন্ত্রী হন বিপ্লব দেব ৷ সুদীপ রায়বর্মনও মন্ত্রী হন ৷ কিন্তু এরপর সময় যত এগিয়েছে, ততই সুদীপ-বিপ্লবের দূরত্ব ক্রমশ বেড়েছে ৷ পরিস্থিতি এমন একটা জায়গায় চলে যায়, সুদীপ মন্ত্রিত্ব ছাড়েন ৷ দলের অন্দরে ও বাইরে বিভিন্ন বিষয়ে সরব হন ৷