আগরতলা, 9 ফেব্রুয়ারি: ত্রিপুরায় নির্বাচনী ইস্তাহার (Tripura BJP Manifesto) প্রকাশ করল ক্ষমতাসীন বিজেপি ৷ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (BJP President JP Nadda) বৃহস্পতিবার নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেন, যার নাম দেওয়া হয়েছে 'সংকল্প পত্র 2023'৷ 'মহিলা' ও রাজ্যের 'আদিবাসীদের' উপর বিশেষ জোর দিয়ে 24টি প্রতিশ্রুতির কথা বলা হয়েছে সেই ইস্তাহারে ৷
সংকল্প পত্র 2023: নির্বাচনী ইস্তাহার (Tripura assembly elections 2023) প্রকাশ করে জেপি নাড্ডা বলেন, "বিজেপি যখনই একটি ইস্তাহার নিয়ে আসে, তখন সেটি হয় একটি ভিশন ডকুমেন্ট ৷ এই ইস্তাহার দলের জন্য একটি কাগজের টুকরো নয়, জনগণের প্রতি, জাতির প্রতি একটি 'প্রতিশ্রুতি'। আপনি কি 70 বছরে কখনও শুনেছেন যে, একজন নেতা তার রিপোর্ট কার্ড নিয়ে আসে ? কিন্তু যখন একজন বিজেপি নেতা সামনে আসেন, তখন তিনি তার রিপোর্ট কার্ড নিয়ে আসেন এবং সামনের রোডম্যাপ বলেন ৷"
নাড্ডার দাবি, বিজেপি উন্নয়নের জন্য চেষ্টা করে এবং তারা যা প্রতিশ্রুতি দেয়, তারা তা পূরণ করে ৷ জেপি নাড্ডার কথায়, "আমি গর্বিত যে আমি এমন একটি দলের প্রতিনিধিত্ব করছি যেখানে মোদিজির মতো নেতা রয়েছেন এবং যা দেশের রাজনীতির প্রকৃতিকে একেবারেই বদলে দিয়েছে ।"
ত্রিপুরার এক্সিট গেট ও এন্ট্রি গেট: নাড্ডার মতে, 2018 সাল ত্রিপুরার এক্সিট গেট ও এন্ট্রি গেটের সাক্ষ্য রেখেছে ৷ দুর্নীতি ও অপরাধের জন্য 'এক্সিট গেট' দেখেছে বামপন্থী চরমপন্থা; শান্তি, সমৃদ্ধি, ভ্রাতৃত্ব, উন্নয়ন এবং ত্রিপুরার একটি মহান উত্থানের জন্য ছিল 'এন্ট্রি গেট'৷" জেপি নাড্ডা বলেছেন, "আগামী 5 বছর ত্রিপুরায় উন্নয়নকে আরও জোরদার করবে ৷ প্রধানমন্ত্রী মোদিজির এইচআইআরএ-এর মডেল আগের চেয়ে আরও বেশি সমৃদ্ধি আনতে সাহায্য করবে ।"