পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Tripura : ত্রিপুরায় আক্রান্ত তৃণমূলের ছাত্র-যুবরা, বিপ্লবকে হুঁশিয়ারি অভিষেকের - Tripura : ত্রিপুরায় তৃণমূল কর্মীদের গাড়িতে হামলা, বিপ্লবকে টুইটারে হুঁশিয়ারি অভিষেকের

ত্রিপুরায় শনিবার তৃণমূল কর্মীদের গাড়িতে হামলার ঘটনায় বিপ্লব দেবকে (Biplab Kumar Deb) টুইটারে তীব্র আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ এদিনের ঘটনায় একাধিক তৃণমূল ছাত্র-যুব নেতা-নেত্রী জখম হয়েছেন ৷

ত্রিপুরায় তৃণমূল কর্মীদের গাড়িতে হামলা
ত্রিপুরায় তৃণমূল কর্মীদের গাড়িতে হামলা

By

Published : Aug 7, 2021, 5:58 PM IST

আগরতলা, 7 অগস্ট : ত্রিপুরায় তৃণমূলের ছাত্র-যুব নেতা নেত্রীদের উপর হামলা ৷ অভিযোগের তীর বিপ্লব দেবের (Biplab Kumar Deb) সরকারের দিকে ৷ এদিন তৃণমূলের দু'টি গাড়িতে ভাঙচুর চালানো হয় ৷ জখম হয়েছেন একাধিকজন ৷ তাঁদের হাসপাতালে নিয়ে যেতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে ৷ তৃণমূলের নেতা নেত্রীদের অভিযোগ, পুলিশ তাঁদের নিরাপত্তা দিতে পারবে না বলে জানিয়ে দেয় ৷ এদিনের এই ঘটনা নিয়ে টুইটারে বিপ্লব দেব সরকারকে তীব্র আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ জানালেন, তৃণমূল এক ইঞ্চিও নড়বে না ৷

তৃণমূল যুব নেতা দেবাংশু ভট্টাচার্য তাঁর ফেসবুক লাইভে বলেন, "ত্রিপুরায় আমরা পাহাড়ের রাস্তায় এগোচ্ছিলাম ৷ আমরা যে গাড়িতে যাচ্ছিলাম তার উপর হঠাৎ বড় বড় পাথর ছোড়ে ৷ আমাদের গাড়ির কাচ ইট মেরে ভেঙে দেওয়া হয়েছে ৷ আমাদের একাধিক কর্মী জখম ৷" দেবাংশু সরাসরি বিপ্লব দেবকে আক্রমণ করেই বলেন, তাঁর দলের লোকজনই এই কাণ্ড ঘটিয়েছে ৷ পুলিশকেও আক্রমণ করে দেবাংশু জানান, যেখানে আক্রমণের ঘটনা ঘটেছে সেখান থেকে মাত্র 100 মিটার দূরে পুলিশ দুর্গ সাজিয়ে দাঁড়িয়ে রয়েছে ৷ কিন্তু কোনও পদক্ষেপ করছে না ৷ পুলিশকে ঠুঁটো জগন্নাথ বলেও কটাক্ষ করেন দেবাংশু ৷

অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটারে তীব্র আক্রমণ করেন বিজেপিকে ৷ তিনি লেখেন, "ত্রিপুরায় বিজেপির গুন্ডারা তাদের সত্যিকারের রং দেখিয়েছে ৷ তৃণমূল কর্মীদের উপর এই বর্বর হামলা ত্রিপুরায় বিপ্লব দেবের সরকারের 'গুন্ডা রাজ'-এর প্রকাশ ৷ আপনার হুমকি এবং আক্রমণ কেবল আপনার অমানবিকতার প্রমাণ দেয় । আপনি যাই করুন তৃণমূল একটি ইঞ্চিও নড়বে না !"

বিপ্লব দেবকে আক্রমণ করে কুণাল ঘোষ টুইটারে লেখেন, "ত্রিপুরায় গুন্ডারাজ । ত্রিপুরায় জঙ্গলরাজ । আসল বিপ্লব শুরু হয়েছে । বিজেপির বিদায় আসন্ন । সকালেই টুইটে দেখিয়েছি বাইকবাহিনীর কাণ্ড । আজকের হামলার জবাব হবে তৃণমূলের নেতৃত্বে মানুষের মহাজোটের সরকার প্রতিষ্ঠার মধ্যে দিয়ে ।"

আরও পড়ুন : Kunal Ghosh : ত্রিপুরায় অনুসরণ করছে বিজেপির বাইকবাহিনী, অভিযোগ কুণালের

ABOUT THE AUTHOR

...view details