কলকাতা, 20 অগস্ট : ত্রিপুরা (Tripura) দখলে মরিয়া তৃণমূল ৷ আর সেই প্রক্রিয়ায় বিজেপির (BJP) ঘর ভাঙাতেও পিছপা নয় পশ্চিমবঙ্গের শাসকদল ৷ তাই বিজেপির অন্দরে কোনও বিদ্রোহের ফুলকি দেখা গেলেই, তা নিয়ে হইচই শুরু করে দিচ্ছেন ঘাসফুল শিবিরের নেতারা ৷ যেমন আজ শুক্রবার সরব হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷
এদিন তিনি হাতিয়ার করেছেন ত্রিপুরায় বিজেপি সরকারের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সুদীপ রায়বর্মনের (Sudip Roy Barman) একটি সোশ্যাল-পোস্টকে ৷ যে পোস্টটিতে ত্রিপুরা সরকারের তরফ থেকে ঘোষণা হওয়া সরকারি চাকরির পরীক্ষা নিয়ে কিছু আপত্তি তোলা হয়েছে ৷ সরকারি সিদ্ধান্তকে অযৌক্তিক বলে দাবি করা হয়েছে৷ তাই তিনি সরকারের কাছে এই পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন ৷
আরও পড়ুন :Arun Chandra Bhowmik : তালিবানি কায়দায় তৃণমূলকে আক্রমণের ডাক ত্রিপুরার বিজেপি বিধায়কের
ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের (Biplab Deb) সঙ্গে সুদীপ রায়বর্মনের ‘মধুর’ সম্পর্কের কথা সকলেরই জানা ৷ তাই এই পোস্ট করে যে আসলে বিপ্লবকেই কাঠগড়ায় তুলেছেন সুদীপ, তা স্পষ্ট হয়ে যাচ্ছে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের ৷
আরও পড়ুন :Saayoni Ghosh: হোটেলে পাওয়ার কাট, কথা বলতেও বাধা ! ত্রিপুরায় বিজেপিকে তুলোধোনা সায়নীর
তাই ত্রিপুরা বিজেপির দুই হেভিওয়েট নেতার টানাপোড়েনকেই হাতিয়ার করেছেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) মুখপাত্র কুণাল ঘোষ ৷ তাই তিনি টুইটারে লিখেছেন, ‘‘সরকারি চাকরির পরীক্ষা নিয়ে বিজেপি বিধায়ক সুদীপ বর্মনের পোস্ট । কী অবস্থা ! মুখ্যমন্ত্রীকে জরুরি বিষয় বলার সুযোগ দলের সিনিয়র বিধায়কেরই নেই । পোস্ট করতে হয় ।’’ সঙ্গে জুড়ে দিয়েছেন সুদীপ রায়বর্মনের পোস্টের একটি লিঙ্ক ৷
আরও পড়ুন :TMC in Tripura : ত্রিপুরা আদালতে স্বস্তি তৃণমূলের, অভিষেকদের বিরুদ্ধে মামলায় ভিডিয়ো রেকর্ড তলব
প্রসঙ্গত, সুদীপ রায়বর্মন এক সময় কংগ্রেস (Congress) বিধায়ক ছিলেন ৷ আচমকা তিনি দল পরিবর্তন করে তৃণমূলে যোগদান করেন ৷ তার পর উত্তর-পূর্ব ভারতের (North East India) ওই রাজ্যে তৃণমূল কংগ্রেস বিরোধী দল হয়ে যায় ৷ কিন্তু কয়েক মাসের মধ্যে সুদীপ দলবল নিয়ে চলে যান বিজেপিতে ৷ সেই দলবদলে অনুঘটক মুকুল রায় (Mukul Roy) ছিলেন বলে মত রাজনৈতিক মহলের ৷ কারণ, তার কিছুদিন আগেই মুকুল তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন ৷