আগরতলা, 14 অগস্ট : গোটা দেশের রাজনীতির ভরকেন্দ্র যেন এখন দিল্লি থেকে উত্তর-পূর্বে সরে এসেছে ৷ ত্রিপুরায় বিজেপির বিপ্লব দেবের (Biplab Kumar Deb) রাজত্বে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যে পায়ের তলার জমি পাওয়ার চেষ্টা করছেন, তাতে যথেষ্টই চাপে রয়েছে গেরুয়া (Bharatiya Janata Party) শিবির ৷ ত্রিপুরায় সংগঠন শক্ত করতে গিয়ে বারবার আক্রমণের মুখে পড়ছে তৃণমূল (Trinamool Congress) ৷ এ যেন বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী ৷ কিন্তু এইভাবে আক্রমণ করে, ধমকিয়ে চমকিয়ে যে মমতা-ঝড় আটকে রাখা যাবে না, তা আজ বুঝিয়ে দিলেন তৃণমূল সাংসদরা ৷
ত্রিপুরায় জমি শক্ত করতে বারবার আগরতলা উড়ে যাচ্ছেন তৃণমূলের নেতা-নেত্রীরা ৷ তৃণমূল সুপ্রিমোর নির্দেশ মতো গতকালই ব্রাত্য বসুর (Bratya Basu) নেতৃত্বে 9 সাংসদ ও এক মন্ত্রী পৌঁছে গিয়েছেন আগরতলায় ৷ প্রতিনিধিদলে রয়েছেন কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghosh Dastidar), শান্তনু সেনরা (Santunu Sen) ৷
সোমবার রাজ্যজুড়ে খেলা হবে দিবস পালন করবে তৃণমূল ৷ শুধু বাংলাতেই নয়, ত্রিপুরাতেও পালিত হবে খেলা হবে দিবস ৷ রাজনীতির মাটি পোক্ত করতে, খেলা হবে দিবসকে পুরোপুরি নিংড়ে নিতে চাইছে তৃণমূল নেতৃত্ব ৷ দক্ষ ব্রাত্য-কাকলি-শান্তনুদের হাতেই তাই ত্রিপুরায় খেলা হবে দিবসের ব্যাটন তুলে দিয়েছেন নেত্রী ৷ আর আগরতলায় পা রেখেই নিজেদের লক্ষ্য বুঝিয়ে দিয়েছেন ব্রাত্য বসুরা ৷