আগরতলা, 15 ডিসেম্বর: আগামী বছরে বিধানসভা নির্বাচন ত্রিপুরায় ৷ 60টি আসনের ত্রিপুরা বিধানসভার নির্বাচনের আগে 18 ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যাচ্ছেন রাজ্যে (Tripura Assembly Election 2023) ৷
ত্রিপুরার তথ্য় ও সম্প্রচার মন্ত্রী সুশান্ত চৌধুরী (Information and Cultural Affairs Minister Sushanta Chowdhury) জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ত্রিপুরায় পৌঁছে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে একটি মেগা ব়্য়ালি করবেন ৷ এছাড়া একগুচ্ছ প্রজেক্টের উদ্বোধনও আছে ত্রিপুরা সফরে ৷ তিনি বলেন, "প্রধানমন্ত্রীর (Prime Minister Narendra Modi) এই সফর নিয়ে প্রধানমন্ত্রীর অফিসের পক্ষ থেকে রাজ্য সরকারের সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করেছে ৷ 18 ডিসেম্বর তিনি একাধিক প্রজেক্টের উদ্বোধন করবেন ৷ আগরতলায় একটি মেগা ব়্যালি করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷"
ত্রিপুরার মন্ত্রী আরও জানিয়েছেন, পরপর কর্মসূচি ঠিক করা আছে ৷ কিন্তু এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷ তবে প্রধানমন্ত্রী মোদি হয়তো কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদের সঙ্গে কথা বলবেন ৷ 18 ডিসেম্বর, রবিবার প্রধানমন্ত্রী দিল্লি থেকে রওনা দিয়ে প্রথমে মেঘালয়ে যাবেন ৷ সেখান থেকে ত্রিপুরা আসবেন ৷ ওইদিনই সন্ধে নাগাদ তিনি দিল্লি ফিরে যাবেন বলে জানা গিয়েছে ৷ এই সবকিছুর মধ্যেই প্রধানমন্ত্রী বিজেপি বিধায়ক ও মন্ত্রীদের সঙ্গে বৈঠকও করবেন ৷