আগরতলা, 3 ফেব্রুয়ারি: ত্রিপুরায় ভোটের আগে একাধিক রণকৌশল নিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এ বার তারই ফল মিলতে শুরু করেছে বলে মনে করছেন অনেকে ৷ মমতা ও অভিষেকের দেখানো পথে হেঁটে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন 100টি পরিবারের 325 জনেরও বেশি ভোটার ৷ বৃহস্পতিবার কদমতলা-কুর্তি বিধানসভা কেন্দ্রের ভোটাররা যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে (Voters Join Tripura TMC)৷
ত্রিপুরায় জোরকদমে প্রচারে তৃণমূল: ত্রিপুরায় ভোটের আগে জোরকদমে প্রচারের পরিকল্পনা নিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ মমতা ও অভিষেক ছাড়াও প্রচারে যাবেন দলের হেভিওয়েট ও তারকা নেতানেত্রীরা ৷ তবে স্থানীয় প্রার্থী ও নেতারা ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছেন ৷
স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক সুস্মিতা দেবের: সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব এবং প্রদেশ তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ও কদমতলা-কুর্তি বিধানসভা কেন্দ্রের প্রার্থী আবদুল হাশিম তালুকদার দলীয় কর্মীদের নিয়ে বৃহস্পতিবার একটি বৈঠক করেন । তাঁদের দাবি, একটি স্বচ্ছ ও সুস্থ সরকার গঠনের জন্য মানুষ তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রাখছে এবং আগামী দিনে তৃণমূল কংগ্রেস ত্রিপুরার মাটিতে আরও শক্তিশালী দল হয়ে উঠবে ।
সোনামুড়াতে তৃণমূলের প্রচার: এ দিকে, তৃণমূল কংগ্রেস বৃহস্পতিবার ঠাকুরমুড়ায় ওয়ার্ড নম্বর 1, 2 সোনামুড়াতে প্রচার করেছে । সোনামুড়ায় তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী নীলকমল সাহা, জেলা কমিটির সদস্য আশিক ইকবাল আহমেদ, জেলা যুব সভাপতি জসিমউদ্দিন, রাজ্য কার্যনির্বাহী সদস্য রুহুল আমিন-সহ দলের অন্যান্য সদস্যরা প্রচারে উপস্থিত ছিলেন ।