পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Tripura Elections 2023: ত্রিপুরায় বিজেপি সভাপতি , বিধানসভা নির্বাচনের ইস্তাহার প্রকাশ আজ

ত্রিপুরা বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসছে ৷ আগরতলায় পৌঁছেছেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা ৷ আজ ইস্তাহার প্রকাশ হবে (JP Nadda to release BJP manifesto) ৷

Tripura Elections
ত্রিপুরা নির্বাচন

By

Published : Feb 9, 2023, 9:56 AM IST

Updated : Feb 9, 2023, 10:30 AM IST

আগরতলা, 9 ফেব্রুয়ারি:ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আর মাত্র 7 দিন বাকি ৷ বিজেপি শাসিত উত্তর-পূর্বের এই রাজ্যে রাজনৈতিক দলগুলির প্রচার তুঙ্গে ৷ ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রিপুরায় প্রচার সেরেছেন ৷ গিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও ৷ বুধবার আগরতলা পৌঁছেছেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ আজ, বৃহস্পতিবার তিনি ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করবেন বলে জানা গিয়েছে ৷ দু'দশকেরও বেশি সময় ধরে ত্রিপুরার মসনদ বামফ্রন্টের দখলে ছিল ৷ 2018 সালের বিধানসভা নির্বাচনে তাদের কাছ থেকে ত্রিপুরা ছিনিয়ে নেয় বিজেপি ৷ বিপ্লব দেবের হাত ধরে ত্রিপুরায় বিজেপি শাসনের সূচনা ৷ পরে মুখ্যমন্ত্রী বদল হয় ৷ দায়িত্ব নেন ডাঃ মানিক সাহা ৷ তেইশের নির্বাচনে বিজেপি আরও বেশি আসন নিয়ে ফিরে আসার দাবি করেছে ৷

আরও পড়ুন: ত্রিপুরাবাসীকে অত্যাচারের হাত থেকে বাঁচাতে অভিষেকদের দায়িত্ব, আগরতলায় জানালেন মমতা

বিজেপি সূত্রে জানা গিয়েছে, আজ ত্রিপুরা নির্বাচনের ইস্তাহার প্রকাশ করবেন ৷ রাজ্যের উন্নয়নের জন্য আগের বারের তুলনায় আরও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ৷ তাই ইস্তাহারে অনেকগুলি বিষয় যুক্ত হয়েছে বলে গেরুয়া শিবিরের দাবি ৷ ভোটারদের বোঝাত চাওয়া হচ্ছে, মোদি সরকার উত্তর-পূর্বের উন্নয়নের জন্য সবসময় চিন্তা করে ৷ প্রধানমন্ত্রী নিজে ত্রিপুরার উন্নয়ন নিয়ে ভাবিত । তিনি রাজ্যের সমৃদ্ধি চান ৷ বিশেষত তরুণদের উন্নতি করতে চান প্রধানমন্ত্রী ৷ সকালে বিজেপি নেতা জে পি নাড্ডা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিতে যাবেন ৷ বিজেপি সভাপতি ইস্তাহার প্রকাশ করে একটি জনসভায় ভাষণ দেবেন বলে জানা গিয়েছে ৷

এদিকে শেষ মুহূর্তের প্রচার তুঙ্গে তৃণমূল কংগ্রেসের ৷ ত্রিপুরা বিধানসভা নির্বাচনে প্রথম বার অংশ নিচ্ছে তৃণমূল কংগ্রেস ৷ প্রথম দফায় 22টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে ঘাসফুল ৷ 6 ফেব্রুয়ারি ত্রিপুরা সফরে যান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর সঙ্গে ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরাকে তাঁর দ্বিতীয় বাড়ি বলে উল্লেখ করেছেন ৷ তিনি বলেন, "পশ্চিমবঙ্গ যদি আমার প্রথম বাড়ি হয়, তাহলে দ্বিতীয় বাড়ি হল ত্রিপুরা ৷" রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছে, এদিকে বিজেপি বিরোধী শক্তি হিসেবে তৃণমূল কংগ্রেস উঠে আসায় কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছে সিপিএম ও কংগ্রেস ৷ এনিয়ে বামফ্রন্টের পক্ষ থেকে অভিযোগ উঠেছে, ত্রিপুরায় বিজেপি বাম-কংগ্রেসকে কোণঠাসা করতে ৷ তৃণমূল গেরুয়া শিবিরের হয়ে সেই কাজটাই করছে ৷ তারা পরোক্ষ বিজেপি ৷ সুজন চক্রবর্তী বলেন, "অভিষেক ব্যানার্জীরা ঘুরপথে বিজেপি ৷"

আরও পড়ুন: তৃণমূলের সঙ্গে সেটিংয়ের অভিযোগ এড়াতে সক্রিয় হোক বিজেপি, টুইটে দাবি তথাগতর

Last Updated : Feb 9, 2023, 10:30 AM IST

ABOUT THE AUTHOR

...view details